Howrah: হাওড়া স্টেশন থেকে বাজেয়াপ্ত প্রচুর সোনা ও রুপোর গয়না, গ্রেফতার ২
Howrah: আর পি এফ (RPF)-এর হাতে ধরা পড়ল ২৮ লক্ষ টাকার অবৈধ সোনা ও রুপোর গয়না। হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে দু'জনকে।
![Howrah: হাওড়া স্টেশন থেকে বাজেয়াপ্ত প্রচুর সোনা ও রুপোর গয়না, গ্রেফতার ২ gold and silver jewelery worth rupees 28 lakhs confiscated from Howrah station arrested 2 Howrah: হাওড়া স্টেশন থেকে বাজেয়াপ্ত প্রচুর সোনা ও রুপোর গয়না, গ্রেফতার ২](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/01/83714e211ff8ea6b32bd3472358c9ccc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুনীত হালদার, হাওড়া: এবার আর পি এফ (RPF)-এর হাতে ধরা পড়ল প্রচুর অবৈধ সোনা ও রুপোর গয়না। হাওড়া স্টেশন থেকে বাজেয়াপ্ত করা হল প্রায় আঠাশ লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু'জনকে।
অবৈধভাবে প্রায় আঠাশ লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না নিয়ে যাওয়ার সময় হাওড়া স্টেশন থেকে আর পি এফের হাতে ধরা পড়ে দুই ব্যক্তি। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে পাকড়াও করা হয় একুশ বছরের অমর কুমার ও পঁয়তাল্লিশ বছর বয়সী প্রবীন কুমারকে। জানা গেছে, ধৃত ওই দুই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা।
আপ দুন এক্সপ্রেসে করে যাওয়ার জন্য ওল্ড কমপ্লেক্সের বারো নম্বর প্ল্যাটফর্মে গতকাল অপেক্ষা করছিলেন ওই দুই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে রাত পৌনে আটটা নাগাদ হাওড়া ডিভিশনের আর পি এফের প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড (সি পি ডি এস)-এর বিশেষ টিম ওই অভিযুক্ত দুজনকে আটক করে। শুরু হয় জিজ্ঞাসাবাদও। তাদের কাছ থেকে মেলে একটি কালো ব্যাগ। তার থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে সোনা ও রুপোর গয়না। জানা গেছে ওই পরিমাণ গয়নার মূল্য প্রায় আঠাশ লক্ষ টাকা।
জিজ্ঞাসাবাদ করা হলেও ওই পরিমাণ গয়নার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি অমর কুমার ও প্রবীন কুমার। স্বভাবতই জিজ্ঞাসাবাদের পর খবর দেওয়া হয় স্টেট গুডস সার্ভিস ট্যাক্সের (এস জি এস টি) আধিকারিকদের। এরপর আটক ওই অভিযুক্ত দু'জনকে স্টেট গুডস সার্ভিস ট্যাক্সের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।
কিছুদিন আগেই সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চোরাচালানকারীদের ছক বানচাল করে। টোটোতে করে বাংলাদেশে পাচারের আগেই ৭.১ কেজি রুপোর গয়না বাজেয়াপ্ত করে বিএসএফ। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা একটি অটোরিকশার ভিতর থেকে ৭.১ কেজি ওজনের রুপোর গয়না আটক করে। উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের আগেই বিএসএফ জওয়ানরা এই রুপোর গয়নাগুলি আটক করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)