Gold Dacoity:পুরুলিয়ার পরই রানাঘাট, এক দিনে এক সময়ে একই সংস্থার ২ বিপণিতে ডাকাতি
Nadia News:প্রায় একই সময়ে পুরুলিয়া এবং রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনা ঘিরে তীব আলোড়ন রাজ্যে।
![Gold Dacoity:পুরুলিয়ার পরই রানাঘাট, এক দিনে এক সময়ে একই সংস্থার ২ বিপণিতে ডাকাতি Gold Dacoity In Nadia Showroom Of The Same Jewellery House After Purulia Looting 90 Percent Of The Ornaments Gold Dacoity:পুরুলিয়ার পরই রানাঘাট, এক দিনে এক সময়ে একই সংস্থার ২ বিপণিতে ডাকাতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/29/1937a44a01c2d502f30e66f86520989e1693311627973482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুজিত মণ্ডল, নদিয়া: প্রায় একই সময়ে পুরুলিয়া এবং রানাঘাটে (Nadia Gold Dacoity) সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনা ঘিরে তীব আলোড়ন রাজ্যে। একদিনে রাজ্যের দুই জেলায় সেনকো গোল্ডের দুই শোরুমে ডাকাতির ঘটায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। রানাঘাটের সোনার দোকানে ভরদুপুরে গুলি চালিয়ে লুঠ করা হয় বলে প্রাথমিক ভাবে উঠে এসেছে। সেখানে সেনকো গোল্ডের শোরুম থেকে ৯০ শতাংশ গয়নাই লুঠ করা হয়। তবে ১০ মিনিটের মধ্যে খবর যায় পুলিশে। পালানোর সময় পুলিশের সঙ্গে গুলির লড়াই বাধে দুষ্কৃতীদের। তাতে গুলিবিদ্ধ ১, জখম আরও ১। ধাওয়া করে শেষমেশ ৪ জনকেই ধরেছে পুলিশ। লুঠের গয়না বেশ কিছুটা উদ্ধারও হয়েছে বলে সূত্রের খবর।
কী জানা গেল?
রানাঘাটের শোরুমের ম্যানেজার জানালেন, ঘটনার সময় লাগোয়া রুমে তিনি দুপুরের খাওয়াদাওয়া সারছিলেন। হঠাৎই একটি আওয়াজ পেয়ে বেরিয়ে আসেন। দেখা যায়, বিপণির ক্যাশ কাউন্টারের সামনে অনেকের জটলা। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি ম্যানেজারের। বিপণির কর্মীদের দু-তিন জন অন্য দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের জোর করে একটি নির্দিষ্ট জায়গায় আসতে বাধ্য করা হয়। সঙ্গে দুষ্কৃতীরা হুমকি দেয়, কেউ যেন কোনও ফোন ব্যবহার না করেন। সমস্ত ফোন যেন দুষ্কৃতীদের কাছে জমা রাখা হয়, এমনই জানালেন ম্যানেজার। লুঠপাঠের মধ্যেই বিপণির ভিতর ও পরে বাইরে মিলিয়ে ৮-১০ রাউন্ড গুলি চালানোর অভিযোগ রয়েছে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিনের ঘটনায় বিপণির কর্মীদেরও কেউ কেউ জখম হন। পুলিশের তৎপরতায় ৪ জন ধরা পড়ার পরও তাঁদের আতঙ্ক কাটেনি।
পুরুলিয়ায় যা ঘটল...
এদিনই আতঙ্কের কিছুটা একই ছবি দেখা যায় পুরুলিয়ায়। সময়টাও কাছাকাছি। দুপুর পৌনে দুটো নাগাদ সেখানে নামোপাড়ায় সোনার দোকানে ৭ ডাকাত চড়াও হয়েছিল। নিরাপত্তারক্ষীকে বেঁধে সোনার গয়না, হিরে নিয়ে চম্পট দেয় তারা। অন্তত ৮ কোটি টাকার গয়না লুঠ হওয়ার অভিযোগ ওঠে ডাকাতদের বিরুদ্ধে। প্রাথমিক ভাবে জানা যায়, ৭ জনের দুষ্কৃতী দল মোটরবাইক নিয়ে এসেছিল। শোরুমে ঢোকে তারা। একজনের মাথায় হেলমেট ছিল। বাকিদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না, হিরে লুঠ করে। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। কর্মচারী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলছেন তাঁরা। সিসিটিভি দেখে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়াও শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যে প্রায় এক ঘটনা নদিয়ার রানাঘাটে।
আরও পড়ুন:ঘুষ নিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার ইডি অফিসার, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় শোরগোল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)