Delhi Liquor Scam : ঘুষ নিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার ইডি অফিসার, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় শোরগোল
CBI Arrest ED official : দিল্লির আবগারি দুর্নীতি (Delhi Liquor Scam) মামলায় এবার ৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক ইডি-কর্তাকে গ্রেফতার করল সিবিআই।
প্রকাশ সিনহা, কলকাতা : ঘুষ নেওয়ার দায়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারকে গ্রেফতার করল অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Investigating Agency)। দিল্লি আবগারি দুর্নীতি ইস্যুর তদন্তে এক গ্রেফতারি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। দিল্লির আবগারি দুর্নীতি (Delhi Liquor Scam) মামলায় এবার ৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক ইডি-কর্তাকে গ্রেফতার করল সিবিআই।
ধৃত পবন ক্ষত্রী ইডি-র (ED) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সিবিআইয়ের (CBI) দাবি, দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় ব্যবসায়ী আমনদীপ ঢালের বাবা বীরেন্দ্র পাল সিংয়ের কাছ থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মাধ্যমে দু’ দফায় ৫ কোটি টাকা ঘুষ নেন ইডি-র ওই কর্তা। আমনদীপ তাঁর বাবা ছাড়াও এনফোর্সমেন্ট ডাইরেক্টরটের (Enforcement Directorate) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পবন ক্ষত্রী, ইডি-র আপার ডিভিশন ক্লার্ক নীতেশ কোহার এবং এয়ার ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দীপক সাঙ্গওয়ান-সহ কয়েকজনের নামে FIR করে সিবিআই। গ্রেফতার করা হয় ইডি-কর্তাকে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এর আগে গ্রেফতার হন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
গত ২৬ ফেব্রুয়ারি সিবিআই (Central Bureau of Investigation) গ্রেফতার করেছিল মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia)। রাজধানীতে মদ নিয়ে নতুন নিয়ম তৈরির ক্ষেত্রে বিশেষ কয়েকজন ডিলারকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এই আপ নেতার বিরুদ্ধে। দলের তরফে যদিও যে কোনও ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে বিজেপির দাবি, যদি সত্যি নতুন নিয়মে কোনও ভুলত্রুটি না থাকত তা হলে আপ কি এই নিয়ম প্রত্যাহার করত ? প্রসঙ্গত, এই মামলাতেই আরও রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।
প্রবল রাজনৈতিক তরজার মধ্যেই এবার সিবিআইয়ের হাতে ইডি অফিসারের গ্রেফতার হওয়া ঘিরে শোরগোল তৈরি হয়েছে। সিবিআই-র তরফে অভিযোগ, অভিযুক্তকে আড়াল করার প্রস্তাব দিয়ে প্রথমে ৩ কোটি ও পরে ২ কোটি, দু'দফায় মোট ৫ কোটি টাকা ঘুষ হিসেবে নিয়েছেন পবন ক্ষত্রী ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন