Governor: সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যপাল, দেখানো হল কালো পতাকাও
Governor Facing TMCP Agitation: সমাবর্তনে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে বাদ দিয়ে, শুধু রাজ্যপালকে আমন্ত্রণ জানানো নিয়ে বিতর্ক, বিক্ষোভের মুখে সি ভি আনন্দ বোস...
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: 'রাজ্যপাল গো ব্যাক..', আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে (Convocation of Kazi Nazrul University , Asansol) গিয়ে TMCP-র বিক্ষোভের পড়লেন রাজ্যপাল (Governor CV Ananda Bose)। সিভি আনন্দ বোসের কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখাল তৃণমূলের ছাত্র সংগঠন। এদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা ফলকে মুখ্যমন্ত্রীর নাম ঢেকে দেওয়া নিয়ে বিতর্কের দায় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপালেন উপাচার্য।
সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যপাল
আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে বাদ দিয়ে, শুধু রাজ্যপালকে আমন্ত্রণ জানানো নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই সমাবর্তনে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সি ভি আনন্দ বোস। বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকার মুখে রাজ্যপালের কনভয়ের সামনে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল ছাত্র পরিষদ। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভের পাশাপাশি, রাজ্যপালকে দেখানো হল কালো পতাকাও।
'রাজ্যপাল বিজেপির দালাল হয়ে গেছে'
পশ্চিম বর্ধমান তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অভিনব মুখোপাধ্যায় বলেন,মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে না ডেকে শুধু রাজ্যপালকে ডাকা হয়েছে। অস্থায়ী উপাচার্য এখানে সমাবর্তন অনুষ্ঠান করতে পারে না। রাজ্যপাল বিজেপির দালাল হয়ে গেছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন,ছাত্ররা যদি আমার কাছে আসত তাহলে আমি তাঁদের সন্তোষজনক উত্তর দেওয়ার চেষ্টা করতাম। কর্তৃপক্ষের বিরুদ্ধে পড়ুয়াদের প্রতিবাদ নতুন কিছু নয়, অস্বাভাবিক কিছু নয়। তাঁরা প্রতিবাদ করতেই পারে। প্রশ্ন তুলতেই পারে। কালো পতাকাকে স্বাগত জানাই।
রাজ্য়পালকে আক্রমণ তৃণমূল ছাত্র পরিষদের, পাল্টা নিয়োগ দুর্নীতিতে সরব বিজেপি
রাজ্য কমিটি বিজেপি সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, যেভাবে রাজ্যপালের কনভয়ে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে তার নিন্দা করছি। উপাচার্য নিয়োগে একমাত্র এক্তিয়ার রাজ্যপালেরই। তৃণমূল আমলে লাটে উঠেছে শিক্ষা। সমাবর্তন অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ফলক ঢেকে দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয় আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে। পরে ফলক থেকে ঢাকা সরিয়ে দেওয়া হয়। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছেন, এ বিষয়ে তাঁদের কোনও হাত নেই। যা করার নির্বাচন কমিশন করেছে।
আরও পড়ুন, সবার পাশে থাকব..', আজ ভোট প্রচারে গিয়ে বার্তা BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের
রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ
এরমধ্যে স্থায়ী উপাচার্য নিয়োগের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি তুলে রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ।এর আগে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে নবান্ন ও রাজভবনের সংঘাত চরমে পৌঁছোয়। এদিন তা নিয়েও মুখ খোলেন সি ভি আনন্দ বোস।রাজ্যপাল বলেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ অনুসারে এটা অত্যন্ত স্পষ্ট যে, উপাচার্য নিয়োগ ও পুনর্নিয়োগের কোনও ক্ষমতা রাজ্য সরকারের নেই। এই ক্ষমতা শুধুমাত্র আচার্যকেই (রাজ্যপাল) দেওয়া হয়েছে। তারপরেও শুধুমাত্র পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে আমি রাজ্য সরকারের সঙ্গে সবরকম সহযোগিতা করছি। আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের শেষ বার সমাবর্তন হয়েছিল ২০১৮ সালে।৬ বছর পর সমাবর্তন অনুষ্ঠান ঘিরে বাধল রাজনৈতিক চাপানউতোর।