West Bengal Train Accident Live: ময়নাগুড়ির দোমহনিতে ট্রেন দুর্ঘটনা কারণ কী? ধন্দ বাড়ছে বিভিন্ন বয়ানে
West Bengal Train Accident Live: বিকেল ৫টা নাগাদ বেলাইন ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস (Bikaner Express)। দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। দুর্ঘটনার সময় ঘণ্টায় ৪০ কিমি বেগে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস।
LIVE
Background
উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস (Bikaner Express)। ট্রেন দুর্ঘটনায় ৩জনের মৃত্যু, জানালেন জলপাইগুড়ির জেলাশাসক। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে গেল পটনা-গুয়াহাটি (Patna-Guwahati) বিকানের এক্সপ্রেস। বিকেল ৫: বেলাইন ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস। বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। লাইনচ্যুত হয়ে উল্টে গেল বিকানের এক্সপ্রেসের ৪টি কামরা। দুর্ঘটনার সময় ঘণ্টায় ৪০ কিমি বেগে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস। মুখ্যমন্ত্রীর কাছ থেকে দুর্ঘটনার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী: সূত্র। আইজি উত্তরবঙ্গকে ঘটনাস্থলে যেতে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
Guwahati-Bikaner Express Derailed: রেলমন্ত্রীর মতে, ট্র্যাক বা কোচ নয়, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনা ঘটে থাকতে পারে
রেলমন্ত্রীর মতে, ট্র্যাক বা কোচ নয়, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনা ঘটে থাকতে পারে
WB Train Accident Live: ট্রলিতে চেপে রেল লাইনের অবস্থা খতিয়ে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রলিতে চেপে রেল লাইনের অবস্থা খতিয়ে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Guwahati-Bikaner Express Derailed: গতকাল প্রায় সারা রাত ধরে চলে উদ্ধার কাজ
আপ বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পর গতকাল প্রায় সারা রাত ধরে চলে উদ্ধার কাজ। গ্যাস কাটার দিয়ে বগির অংশ কেটে মৃতদেহ ও আহতদের উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪২ জনকে।
WB Train Accident Live: ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় আহত ৪২
ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃত ৯ জনের মধ্যে ৫ জনই কোচবিহারের। আহত ৪২। চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা যাত্রীর।
Guwahati-Bikaner Express Derailed:দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ছিল WAP 4 ক্যাটিগরির
দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ছিল WAP 4 ক্যাটিগরির