Halisahar: পুরপ্রধানের পদ থেকে ইস্তফা চিটফান্ড মামলায় অভিযুক্ত রাজু সাহানির
চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন রাজু সাহানি, পরে জামিন। দলের নির্দেশে পদত্যাগ, প্রতিক্রিয়া রাজু সাহানির। হালিশহর পুরসভার নতুন চেয়ারম্যান হলেন শুভঙ্কর ঘোষ।
সমীরণ পাল ও ভাস্কর মুখোপাধ্যায়, হালিশহর: ইস্তফা দিলেন হালিশহরের পুরপ্রধান রাজু সাহানি। পুরপ্রধানের পদ থেকে ইস্তফা চিটফান্ড মামলায় অভিযুক্ত রাজু সাহানির। চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন রাজু সাহানি, পরে জামিন। দলের নির্দেশে পদত্যাগ, প্রতিক্রিয়া রাজু সাহানির। হালিশহর পুরসভার নতুন চেয়ারম্যান হলেন শুভঙ্কর ঘোষ।
হালিশহর পুরসভার চেয়ারম্যান করা হল ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষকে। বুধবার তৃণমূলের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের নির্দেশে গতকালই চেয়ারম্য়ান পদ থেকে পদত্যাগ করেন বর্ধমান সানমার্গ চিটফান্ড মামলায় জামিনে মুক্ত রাজু সাহানি।
তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভার চেয়ারম্যান বদল! রাজু সাহানির জায়গায় নতুন চেয়ারম্যান হলেন শুভঙ্কর ঘোষ! দলের নির্দেশে মঙ্গলবারই পুর-চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন, রাজু সাহানি।
যিনি বর্ধমান সানমার্গ চিটফান্ডের সিবিআইয়ের মামলায় জামিনে মুক্ত। এরপর বুধবার তৃণমূলের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতৃত্বের উপস্থিতিতে নতুন চেয়ারম্যান করা হল ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষকে।
হালিশহর পুরসভা চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলছেন, দল যেটুকু বলবে সেটুকু কাজ করব। দল যেভাবে বলবে সেভাবে কাজ করব। যেভাবে উন্নয়নের কাজ চলছে সেভাবেই কাজ চলবে। বিধায়ক পুরসভাকে মনিটরিং করেন। যে পলিসিতে কাজ চলছিল সেই পলিসিতেই কাজ চলবে।
রাজু সাহানির মন্তব্য, আমি সব সময় এটাই চেষ্টা করব যাতে আমরা সবাই হালিশহর পুরসভার যত মানুষ আছে তাঁদের ভাল পরিষেবা দিতে। মামলা কোর্টে চলছে। মামলা মামলার মতো চলছে। দল নিশ্চয়ই সেটা নিয়ে ভাবে। সিদ্ধান্ত নেবে। এটা এটকা সময়ের ব্যাপার।
তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভার চেয়ারম্যান বদল রাজু সাহানির জায়গায় চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন চিটফান্ড মামলায় গত বছরের দোসরা সেপ্টেম্বর রাজু সাহানিকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বাড়িতে তল্লাশিতে উদ্ধার হয় ৮০ লক্ষ টাকা। ডিসেম্বরেই অবশ্য জামিনে মু্ক্তি পান তিনি।
জামিনে মুক্তি পাওয়ার দেড় মাসের মাথায় দলের পরিচালিত হালিশহর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন দাপুটে তৃণমূল নেতা। হালিশহর পুরসভার বিরুদ্ধে রসিদ না দিয়েই কর আদায়ের অভিযোগ তোলেন তিনি।
হালিশহর পুরসভা প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি, যারা এই ধরণের কাজ করছে, পাবলিকের থেকে টাকা তুলছে, ওরা তো তৃণমূলের নাম করে এগুলো করছে। তৃণমূল দলকে তো এভাবে বদনাম করা যায় না। ...টাকা নেওয়া হচ্ছে...রিসিপ্ট দেওয়া হচ্ছে না। রিসিপ্ট দেওয়া হলে তো এই কথাটা উঠতই না। রিসিপ্ট দেওয়া হলে তো সেটা পুরসভা ফান্ডে জমা হতো। রাজু সাহানির গ্রেফতার হওয়ার ৬ মাসেরও বেশি সময় পর অবশেষে হালিশহর পুরসভার চেয়ারম্যান বদল করা হল।