Haridevpur News: রহস্য মৃত্যু! পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের মহিলার দেহ
এদিন সকালে ইটখোলা রোডে একটি পুকুরে বছর পঞ্চাশের ওই মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
প্রবীর চক্রবর্তী, কলকাতা: হরিদেবপুরের কবরডাঙা (Haridevpur) এলাকায় অজ্ঞাতপরিচয় মহিলার রহস্যমৃত্যু। পুকুর থেকে উদ্ধার করা হল মৃতদেহ। ঠিক কী হয়েছিল? স্থানীয় সূত্রে খবর, দিন সকালে ইটখোলা রোডে একটি পুকুরে বছর পঞ্চাশের ওই মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
তারপরেই চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধা করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি জলে ডুবে মৃত্যু নাকি অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ (Haridevpur Police Station)।
পূর্ব বর্ধমানে দেহ উদ্ধার: অন্যদিকে কিছুদিন আগেই পূর্ব বর্ধমানের আউশগ্রামে স্ট্রবেরি খেতের পাশ থেকে উদ্ধার হয় দশম শ্রেণির ছাত্রীর দেহ। স্থানীয়দের অভিযোগ, চুরি আটকাতে বাগানের চারপাশে লাগানো ছিল বিদ্যুত্বাহী তার। তার সংস্পর্শে এসেই মৃত্যু হয়েছে নাবালিকার। বাগানের কেয়ারটেকারকে গ্রেফতার করে পুলিশ।
মর্মান্তিক মৃত্যু। স্ট্রবেরি বাগানের পাশ থেকে মেলে এক কিশোরীর মৃতদেহ। শরীরে জড়িয়ে রয়েছে তার। কিন্তু কীভাবে মৃত্যু হল? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্ট্রবেরি বাগানে চুরি আটকাতে চারপাশে লাগানো ছিল বিদ্যুত্বাহী তার। সেই তারের সংস্পর্শে আসায় মৃত্যু হয়েছে ছাত্রীর।
উত্তর ২৪ পরগনায় দেহ উদ্ধার: এর আগে বছর ছাব্বিশের এক যুবতীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় জগদ্দল (Jagaddal) থানার শ্যামনদরের গুড়দহ মাতৃপল্লীতে। ঘটনার রাতে শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৫ ও ২৬ নম্বর রেলগেটের মধ্যে থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় তাঁর প্রেমিককে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম রিয়া মুখোপাধ্যায়। জগদ্দল থানার শ্যামনগরের গুড়দহ মাতৃপল্লীর বাসিন্দা রিয়ার সঙ্গে সম্পর্ক ছিল শালবাগান এলাকার বাসিন্দা অসীম হাওলাদার ওরফে বুটুর। মঙ্গলবার রাতে নৈহাটি থানার জিআরপি শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৫ ও ২৬ নম্বর রেলগেটের মধ্যে থেকে মৃতার দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, দেহ উদ্ধার করাকালীন মৃত যুবতীর হাতে ছিল মোবাইল ফোন এবং কানে হেডফোন ছিল। মৃতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভিযুক্ত প্রেমিকই এই ঘটনার কথা তাঁদের জানায়। অভিযুক্ত তাদের জানায় যে, ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাবশত রিয়ার মৃত্যু হয়েছে।