Dilip on Arjun : "কোথায় যাবেন উনিই বলতে পারবেন", অর্জুনের তৃণমূল-যোগ জল্পনায় মন্তব্য দিলীপের
Dilip Ghosh says on Arjun Singh's TMC-joining Speculation : পাটের দাম নিয়ে গত কয়েকদিন ধরেই মোদি সরকারের সঙ্গে সংঘাত চলছে অর্জুন সিংয়ের
কলকাতা : তিনি কি তৃণমূলে প্রত্যাবর্তান করছেন ? এনিয়ে জল্পনা অব্যাহত। এরই মধ্যে ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সহ সভাপতিকে নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অর্জুনকে নিয়ে তাঁর সাফ কথা, "উনি কোথায় যাবেন সেটা উনি বলতে পারবেন।" তিনি বলেন, "মিডিয়ার লোকেরা অনেক কিছু বলেন। উনি কোথায় যাবেন, সেটা উনি বলতে পারবেন। উনি আমাদের দলের একজন বরিষ্ঠ নেতা। পার্টিতে যদি কোনও সমস্যা হয় কিংবা মনোমালিন্য হয় পার্টির মধ্যে মিটিয়ে নেব।"
পাটের দাম নিয়ে গত কয়েকদিন ধরেই মোদি সরকারের সঙ্গে সংঘাত চলছে অর্জুন সিংয়ের। বিস্ফোরক অভিযোগ করেছেন দলের একাংশের বিরুদ্ধেও। এই প্রেক্ষাপটে সোমবার রাতে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দিল্লিতে বৈঠক করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সেখানে পাটের দাম নিয়ে নিজের বক্তব্য দলের সর্বভারতীয় সভাপতির কাছে তুলে ধরেন তিনি। পরে অর্জুন জানান, আলোচনার মূল বিষয় ছিল পাটের দাম। পাটের বিষয়টি নিয়ে উনি আশ্বস্ত করেছেন।
পাটের দাম ইস্যুতেই গত কয়েকদিন ধরেই বেসুরো ব্যারাকপুরের বিজেপি সাংসদ। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও ত্রিপাক্ষিক আলোচনায় তাঁকে ডাকা হয়নি। এই আবহেই রবিবার বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা করে তাঁকে গুরুত্বহীন করে রাখার বিস্ফোরক অভিযোগ করেন অর্জুন। বিজেপি সাংসদ বলেন, আপনি আমাকে চেয়ার দিলেন, কলম দিলেন। সেই কলমের কালি নেই, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। যারা তৃণমূল থেকে এসেছে, তাদেরকে আমার দলের কিছু লোক ভাবে কী এরা বহিরাগত আছে। বঙ্গ বিজেপির কিছু লোক, বঙ্গ বিজেপির ভাল চায় না।
অর্জুনের এই মন্তব্য নিয়ে সোমবার কড়া প্রতিক্রিয়া দেন, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আপাতত বিজেপির অর্জুন-অধ্যায়ের পরবর্তী পর্বে ঘটনাক্রম কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।