Abhishek Banerjee Wife: ইডির বিরুদ্ধে অভিষেক-পত্নীর দায়ের করা মামলার শুনানি শেষ
Rujira Banerjee: কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মামলা করেন রুজিরা। সেই মামলাতেই রায়দান স্থগিত রাখল আদালত।
নয়া দিল্লি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED-র বিরুদ্ধে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর দায়ের করা মামলার শুনানি শেষ। তবে রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট।
কয়লাকাণ্ডের তদন্তে সশরীরে দিল্লিতে হাজির হওয়ার জন্য অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছিল ED। তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মামলা করেন রুজিরা। সেই মামলাতেই রায়দান স্থগিত রাখল আদালত।
প্রসঙ্গত, কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, রুজিরাকে আগামী ১ সেপ্টেম্বর ও অভিষেককে আগামী ৩ সেপ্টেম্বর দিল্লির ইডি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। দু’জনকেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিস্তারিত নথি আনতে বলা হয়েছিল।
এর পর ইডি-র বিরুদ্ধে এ বার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ সেপ্টেম্বর ইডি দিল্লিতে তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
কয়লা-কাণ্ডের তদন্তে নেমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠায় ইডি। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করা হয় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। অভিষেক এক দিন হাজির হলেও চিঠি দিয়ে কলকাতায় তাঁকে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছিলেন রুজিরা। লিখেছিলেন, করোনা আবহে সন্তানদের নিয়ে তাঁর দিল্লি যাত্রাকে নিরাপদ মনে করছেন না। প্রয়োজনে কলকাতার বাড়িতে এসে তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলেও চিঠিতে লিখেছিলেন।