Higher Secondary 2025 : উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ,চোখধাঁধানো ফল, নম্বর কমল কোথায়?
Wbchse Topper 2025 : ফিজিক্স, কেমিস্ট্রি , ম্যাথেমেটিকস, তিনটি বিষয়েই ১০০ য় ১০০ পেয়েছেন রূপায়ণ ।

কলকাতা : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। এবারও প্রথম দশে জেলার জয়জয়কার। প্রথম স্থানাধিকারীর দখল করে নিল বর্ধমান সিএমএস হাই স্কুলের রূপায়ণ পাল। ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে শীর্ষ স্থান পেয়েছেন বর্ধমান জেলার সিএমএস স্কুলের ছাত্র রূপায়ণ পাল। পরীক্ষায় মোট ৫০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭।
ফিজিক্স, কেমিস্ট্রি , অঙ্ক ও বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। বরাবর পরিশ্রমী ও বইমুখো রূপায়ণ প্রতিটি বিষয়েই পেয়েছে পূর্ণমানের কাছাকাছি নম্বর । তাঁর রেজাল্ট একেবারে চোখ ধাঁধানো। ফিজিক্স, কেমিস্ট্রি , ম্যাথেমেটিকস, তিনটি বিষয়েই ১০০ য় ১০০ পেয়েছেন রূপায়ণ ।
তাঁর প্রথম ভাষা বাংলায় প্রাপ্ত নম্বর পূর্ণমানের থেকে দুই নম্বর কম । তিন নম্বর কম পেয়েছেন ইংরেজিতে। ১ নম্বর কম বায়োলজিতে। বেস্ট অফ ফাইভ স্কোর নিয়ে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। দেখে নিন তাঁর রেজাল্ট।

পড়াশোনাই প্রথম ভালবাসা তাঁর। রূপায়ণের পছন্দের বিষয় বায়োলজি। তবে সব বিষয়ই তাঁর পড়তে ভাল লাগত, জানালেন এবিপি আনন্দকে। অবসরে মন দিতেন গল্পের বই বা ২২ গজের খেলায়। পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি।
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দুইবার হবে পরীক্ষা। সেই অনুযায়ী, এই বছরই পুরনো নিয়মে শেষ পরীক্ষা হচ্ছে রাজ্যে। এবারের পরীক্ষা পদ্ধতিতেও ছিল একাধিক নিয়মের কড়াকড়ি।
এক নজরে উচ্চমাধ্যমিক
পরিসংখ্যান বলছে, গতবারের তুলনায় এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজারের কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেন। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসেননি ৫৫ হাজারের বেশি পড়ুয়া। ৩ মার্চ থেকে শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, এবার সেই সংখ্যাটা ছিল ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি। সাম্প্রতিক ইতিহাসে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা এতটা কমার নজির নেই। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তথ্য বলছে, ২০২৩ সালে মাধ্যমিকে পাস করেছিল প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার পড়ুয়া। সেই কারণেই এবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ১৮ মার্চ পরীক্ষা শেষ হয়।
মাধ্যমিকের ফল
চলতি মাসেরই ২ তারিখ প্রকাশিত হয় ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার ফল। প্রথম রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের আদৃত সরকার। যুগ্ম দ্বিতীয় মালদার অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার সৌম্য পাল। তৃতীয় স্থানে বাঁকুড়ার কোতুলপুর হাইস্কুলের ঈশানী চক্রবর্তী। প্রথম দশে থাকা ৬৬ জনের মেধা তালিকায় কলকাতার প্রতিনিধি ছিল মাত্র এক জন।






















