HS Exam Part 1: আগামী সোমবার থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম পর্ব, জানুন বিস্তারিত...
Higher Secondary Exam: সেপ্টেম্বরের পরে মার্চে ফের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় দফার পরীক্ষা। দু'টি পরীক্ষার যোগফলে উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট।

কৃষেন্দু অধিকারী, কলকাতা : ২০২৬-এর উচ্চমাধ্যমিক শুরু ২০২৫-এই। এবার থেকে দু'বার উচ্চমাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীদের। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের প্রথম পর্ব। প্রথম পর্বে উচ্চমাধ্যমিকের পরীক্ষা ১ ঘণ্টা ১৫ মিনিটের। শুধুমাত্র OMR শিটে MCQ-তে পরীক্ষা হবে। সেপ্টেম্বরের পরে মার্চে ফের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় দফার পরীক্ষা। দু'টি পরীক্ষার যোগফলে উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট।
বিস্তারিত...
২০২৬-এর উচ্চমাধ্যমিক শুরু হয়ে যাচ্ছে ২০২৫-এই। আগামী সোমবার থেকে। ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে। ভারতে প্রথম আমাদের রাজ্য বছরে দু'বার উচ্চমাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তার প্রথম পর্বটাই ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। MCQ প্যাটার্নে OMR শিটে পরীক্ষা হবে। অর্থাৎ, পরীক্ষা-খাতা দেখা, পরীক্ষক এগুলো কিছুই থাকবে না। ৬ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবে। আজ একথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর পাশাপাশি কী নিয়ম-কানুন, কী রীতি-নীতি তাও আজ জানিয়েছে সংসদ। পরবর্তী পরীক্ষা অর্থাৎ উচ্চমাধ্যমিক পার্ট ২ হবে মার্চে। দু'টো পরীক্ষা মিলিয়ে যোগ করে মার্কশিট তৈরি করা হবে। সেটাই হবে উচ্চমাধ্যমিকের মার্কশিট। এতদিন মাধ্যমিকের মতোই বছরে একবার পরীক্ষা হত উচ্চমাধ্যমিকে। এবার থেকে দু'বার করে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীকে। ২০২৬-এর পরীক্ষা মার্চে শেষ হবে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "সেপ্টেম্বর মাসে থার্ড সেমেস্টার। এটাকে পার্ট ওয়ান অফ এইচ এস এক্সাম ২০২৬ বলতে পারি। আর একটা মার্চ মাসে হওয়ার কথা। সেটা পার্ট টু অফ এইচ এস এক্সাম ২০২৬ বলতে পারি। এই দু'টির মোট নম্বর নিয়েই ফাইনাল উচ্চমাধ্যমিকের মার্কস । এবার তৃতীয় সেমেস্টারের যে পরীক্ষাটা হবে ...এটা আমাদের এক্সাম রেগুলাইজেশনেই রয়েছে...এই পরীক্ষাটা MCQ নির্ভর প্রশ্নপত্র এবং OMR শিটে হচ্ছে। এটাও কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার নিরিখে...মানে পাবলিক এক্সামিনেশনের নিরিখে প্রথম এরকম ভারতে পরীক্ষা হচ্ছে। যেখানে একটা পাবলিক এক্সামিনেশন সম্পূর্ণভাবে MCQ নির্ভর প্রশ্নপত্র এবং OMR শিটে হচ্ছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬.৬ লক্ষ।"
পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। ৩ মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ১৮ মার্চ। সংসদের তরফে সাংবাদিক বৈঠকে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ১০ বছরের মধ্যে এবারের রেজাল্ট সব থেকে ভাল রেজাল্ট। প্রথম ১০ জনের মধ্যে ছিল ৭২ জন।






















