(Source: ECI/ABP News/ABP Majha)
Hooghly News: ভয়াবহ অবস্থা খানাকুলে, নৌকা নিয়ে যাতায়াত, উদ্ধার কাজে নামল NDRF
NDRF On Hooghly Flood Situation: চাষের জমি পেরিয়ে বাড়িতেও ঢুকে পড়ল জল, ভয়াবহ অবস্থা খানাকুলে, উদ্ধার কাজে নামল প্রশাসন
বাপন সাঁতরা: হুগলি: একদিকে ডিভিসির ছাড়া জল ও অন্যদিকে বাঁধ ভেঙে, প্লাবন পরিস্থিতি আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকায়। ভয়াবহ অবস্থা খানাকুলে। খানাকুল ১ ব্লকের ১১ টি পঞ্চায়েত এলাকাই প্লাবিত হয়ে গিয়েছে।
অন্যদিকে, খানাকুল ২ ব্লকেরও ৯ টি পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে। চাষের জমি ও ঘর বাড়িতে জল ঢুকে গিয়ে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন বাসিন্দারা। অনেকে প্লাবিত এলাকায় আটকে রয়েছেন। উঁচু ঘরে অনেককে আশ্রয় নিতেও হয়েছে। খবর পেয়ে পুলিস ও প্রশাসন উদ্ধার কাজে নেমেছে। এনডিআরএফ টিমও উদ্ধার কাজ চালাচ্ছে। কোথাও নৌকা নিয়ে যাতায়াত করছে বানভাসি মানুষ।জল বয়ছে একাধিক রাস্তাতেও। অন্যদিকে, পুরশুড়া, আরামবাগ ও গোঘাটের একাংশ এলাকাও জলমগ্ন হয়েছে।নতুন করে এদিন আরামবাগে মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে হুহু করে। যদিও এর মধ্যেও ত্রাণ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দুর্গতদের মধ্যে।
নিম্নচাপের বৃষ্টির জেরে DVC জল ছাড়ায় প্লাবিত হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ। প্লাবিত নিম্ন দামোদর অববাহিকার একাধিক গ্রাম। বাড়ি, দোকানপাট, চাষের জমি, রাস্তাঘাট জলমগ্ন।বুধবার দুর্গাপুর ব্যারাজ লাগোয় বাঁকুড়ার গ্রামগুলিতে পরিদর্শনে গিয়ে DVC-কে আক্রমণ করেন মন্ত্রী মলয় ঘটক। প্রতিবার পুজোর মুখে DVC-র জলে বন্যা পরিস্থিতি তৈরি হয় মন্ত্রীর অভিযোগ। পাল্টা জবাব দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।অন্যদিকে, DVC মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে নতুন করে জল না ছাড়ায় দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমানো হচ্ছে। গতকাল রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ ২ লক্ষ ৭৪ হাজার কিউসেক জল ছাড়া হয়। আজ সকাল ১০টা পর্যন্ত ২ লক্ষ ৫৭ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে।
DVC জল ছাড়ায় বাঁকুড়ার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর, সমিতিমানা, পাণ্ডে পাড়া, ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি, কেনেটিমানা-সহ একাধিক এলাকা জলমগ্ন।কোথাও কোথাও কোমর সমান জল। ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেশ কিছু মানুষকে আনা হয়েছে রিলিফ সেন্টারে। বন্য়া পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। দুর্গাপুর ব্যারাজ সংলগ্ন বাঁকুড়ার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ায়, আজ পরিদর্শনে যান মন্ত্রী মলয় ঘটক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।