(Source: ECI/ABP News/ABP Majha)
Saokat Molla : 'ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন সওকত মোল্লা'! থানায় অভিযোগ ফুরফুরার পিরজাদার
Furfura Sharif : গত রবিবার ফুরফুরা শরিফে পিরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর সওকত মোল্লা একাংশের বিক্ষোভের মুখে পড়েন। এমনকি তাঁর উদ্দেশে চোর স্লোগানও শোনা গিয়েছিল সেদিন।
সোমনাথ মিত্র ও রঞ্জিত হালদার, হুগলি : সওকত মোল্লার (Saokat Molla) বিরুদ্ধে জাঙ্গিপাড়া থানায় (Jangipara Police Station) লিখিত অভিযোগ দায়ের করলেন ফুরফুরা শরিফের (Furfura Sharif) পীরজাদা সাফেরি সিদ্দিকি। পীরজাদার অভিযোগ, গত রবিবার ফুরফুরায় বিক্ষোভের মুখে পড়ার পর তাঁকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA)। অভিযোগ উড়িয়ে, পাল্টা হুমকির অভিযোগ করেছেন সওকত মোল্লা।
পিরজাদা-শাসক সংঘাত !
ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) ভাই নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddique) গ্রেফতারিকাণ্ড ঘিরে তৃণমূল-ISF টানাপোড়েন চলছেই। ঠিক এমন একটা আবহে ফুরফুরা শরিফের আরেক পিরজাদার সঙ্গে সংঘাত বাধল শাসক শিবিরের। ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির নির্বাচনী কেন্দ্র ভাঙড়ে, পঞ্চায়েত ভোটের আগে যাঁকে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে তৃণমূল, সেই ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে হুগলির জাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ফুরফুরা শরিফের পিরজাদা সাফেরি সিদ্দিকি।
ঠিক কী অভিযোগ
অভিযোগপত্রে পিরজাদা লিখেছেন, গত রবিবার ফুরফুরা শরিফে বিক্ষোভের মুখে পড়ার পর ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা তাঁকে একাধিক ফোন থেকে হোয়াটসঅ্যাপ কল করে হুমকি দিয়েছেন এবং গালিগালাজ করছেন। তৃণমূল বিধায়কের লাগাতার হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন পিরজাদা সাফেরি সিদ্দিকি।
গত রবিবার ফুরফুরা শরিফে পিরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর সওকত মোল্লা একাংশের বিক্ষোভের মুখে পড়েন। এমনকি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের উদ্দেশে চোর স্লোগানও শোনা গিয়েছিল সেদিন। পিরজাদা সাফেরি সিদ্দিকির অভিযোগ, এই বিক্ষোভের পরই রবিবার রাতে তাঁকে ফোন করে হুমকি দেন সওকত মোল্লা। ফুরফুরা শরিফের পিরজাদা সাফেরি সিদ্দিকির অভিযোগ, 'গত পরশু, রাত ১১টা ৩৮ মিনিটে সওকত মোল্লা আমাকে হোয়াটসঅ্যাপে কল করে। আমাকে বলে, তুই যে কাজটা করেছিস, আমাকে অপমান করেছিস। ভাল কাজ করেছিস? ভাঙড়, ক্যানিং, ঘটকপুকুরে আসবি না। তোকে যেখানে পাব, সেখানে তুলে নিয়ে গিয়ে মার্ডার করব।'
পাল্টা অভিযোগ
পিরজাদার অভিযোগ উড়িয়ে, পাল্টা তাঁকেই হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সওকত মোল্লা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেছেন, 'এই আমার ফোন দেখুন। লাল নম্বরগুলো দেখছেন। এত থ্রেট আসছে। এভাবে হুমকি দিয়ে ভয় দেখানো যাবে না।' এই সংঘাতের জল কতদূর গড়ায়, আর পঞ্চায়েত ভোটের আগে তার কতটা আঁচ ভাঙড়ের রাজনীতিতে পড়ে সেটাই দেখার।