BJP Protest: প্রৌঢ়া খুনে দোষীদের শাস্তি দাবি, রাস্তা অবরোধ; লকেটের নেতৃত্বে পোলবা থানার সামনে বিক্ষোভ বিজেপির
Polba: নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, পোলবা : প্রৌঢ়া খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে বিজেপি। পোলবার সুগন্ধার এই ঘটনায় আজ পোলবা থানার সামনে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা থানার সামনে জড়ো হন। রাজহাট-মহানাদ রোড অবরোধ করা হয়। থানার সামনে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।
প্রসঙ্গত, সুগন্ধার দিল্লি রোডের পাশের একটি ইট ভাটার এক প্রৌঢ়াকে গলা কেটে খুন করা হয়। তিনি ওই ভাটাতেই থাকতেন। বন্ধ রুইয়া কেমিক্যাল কারখানা চত্বরে ছাগল চড়াতে গিয়েছিলেন। সেখানে তাঁকে গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ। তবে কী কারণে এই খুন তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে মৃতার পরিবার।
ঘটনার পর মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তে পাঠায় পোলবা পুলিশ। হুগলি গ্রামীণের পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, ঘটনায় ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
দিনকয়েক আগে এক বালকের হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি (Kamarhati)। ৩০ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল সে। কয়েকদিন পর হাত-পা বাঁধা দেহ উদ্ধার হয়। অপহরণের অভিযোগে খড়দা থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। প্রতিবাদে কামারহাটির আলপাইন ডেয়ারি মোড়ে বিটি রোড অবরোধ করা হয়।
গতবছর ঠিক এই সময়েই দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে একটি মর্মান্তিক খবর প্রকাশ্যে এসেছিল। সেবারও ৫ বছরের এক শিশুর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছিল। সেবার বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল মৃতদেহ।
পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় সূত্রে খবর, কর্মসূত্রে কলকাতায় থাকেন শিশুর বাবা। মায়ের সঙ্গে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই শিশুকে খুন করা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ।
জানা গিয়েছিল, মৃত ওই শিশুর দেহে আঘাতের চিহ্ন মিলেছিল। বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল মৃতদেহ। মৃত শিশুর মা-সহ ৩ জনকে আটক করেছিল কুলতলি থানার পুলিশ। পাশাপাশি সেবার আরও একটি নৃশংস ঘটনা প্রকাশ্যে এসেছিল। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৮ বছরের বালিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছিল সৎ মা-র বিরুদ্ধে।