Chandrayaan 3 :চাঁদের মাটিতে বিক্রমের অবতরণ থেকে কার্যকলাপ, হুগলির স্কুলে ইসরো-সপ্তাহ পালন
ISRO Week Celebration : চাঁদের বুকে বিক্রমের কাজকর্ম দেখতে এবার যেতে হবে বৈঁচী বাটিকা উচ্চ বিদ্যালয়ে।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : চাঁদের মাটিতে ভারতের বিক্রম ( Chandrayaan 3 landing )। এ বছরের অন্যতম সেরা মুহূর্ত নিঃসন্দেহে। ভারতের চন্দ্রজয়ের সেই মুহূর্তের অপেক্ষয় ছিল আসমুদ্র হিমাচল। বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি ছোঁয়ার সেই মুহূর্ত থেকে কী কী ঘটাচ্ছে সে, চাঁদের দক্ষিণ মেরুতে, সেদিকে পুঙ্খানুপুঙ্খ নজর ছিল ইসরোর। সফট ল্যান্ডিংয়ের পর কীভাবে বিক্রমের পেটের মধ্যে থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান, কীভাবে সে শুরু করে চাঁদের বাড়িতে পায়চারি, সব ছবিই ক্যামেরাবন্দি হয়ে প্রকাশ্যে এসেছে। তারপর চাঁদের মাটিতে আঁধার নামার পরপর ঘুম পাড়ানো হয় বিক্রম আর প্রজ্ঞানকে। তারপর আর তাদের সাড়া মেলেনি। চাঁদের বুকে এই সব কাজকর্ম দেখতে এবার যেতে হবে বৈঁচী বাটিকা উচ্চ বিদ্যালয়ে।
এই স্কুলে এখন পালন করা হচ্ছে ইসরো সপ্তাহ ( ISRO Week Celebration )। বৈঁচী বাটিকা বিদ্যালয়ে তাই নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে।সেই স্কুলের প্রদর্শন করা হচ্ছে ভারতের চন্দ্র জয়ের কাহিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজত রঞ্জন ঘোষাল জানান, চন্দ্রযান ৩ এর সাফল্যের পর বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বিট্টু মিস্ত্রী একদিন চন্দ্রযানের মডেল তৈরি করে নিয়ে আসে। সেটা দেখে আমাদের মনে হয় বিদ্যালয়ে একটা বিজ্ঞান প্রদর্শনী করলে কেমন হয় !
ইসরোর মহাকাশ বিজ্ঞান চর্চার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এই বিদ্যালয় । বিদ্যালয়ে ইসরো সপ্তাহ পালনের কর্মসূচী নেওয়া হয়েছে। শুক্রবার তার উদ্বোধন হয়। উদ্বোধন করেন বৈঁচী সারকেলের এসআই রিয়া বন্দ্যোপাধ্যায়। এসআইও আয়োজন দেখে উচ্ছ্বসিত। বললেন, একটা অসাধারণ বিজ্ঞান প্রদর্শনী। স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীরা যেটা করেছে আগামী দিনে সবাইকে উৎসাহী করবে।
বিদ্যালয়ের শিক্ষক অঙ্কুর সেন বলেন, ' আমরা যখন দেখলাম ছোট ছোট ছেলেমেয়েরা চন্দ্রযান নিয়ে এত উৎসাহী, তারা মডেল তৈরি করছে, তখন ভাবলাম যে আমরা বিদ্যালয়ে এটা করতেই পারি। সেই জন্যই ইসরো সপ্তাহ পালন করছি। ইসরোর কাজ নিয়ে ওয়াল ম্যাগাজিন হয়েছে। পড়ুয়াদের মহাকাশ সম্বন্ধীয় কিছু সিনেমা দেখানো হয়েছে।প্রদর্শনীতে তিনটি ভাগ রাখা হয়েছে।একটি ঘরে আছে ইসরোর ইতিহাস ও ইসরো আজ পর্যন্ত কী কী স্যাটেলাইট পাঠিয়েছে তার বিবরণ। দ্বিতীয় ঘরে আছে ইসরোর তৈরি রকেটগুলোর মডেল। এছাড়াও চন্দ্রযান ৩ কীভাবে র পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে চাঁদে গেল তা দেখানো হয়েছে। এছাড়াও রয়েছে, চন্দ্রযানের কার্যকলাপের বিস্তারিত।
আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন