Sheoraphuli News: ২২ বছরের প্রেম-সহবাস, অন্যত্র বিয়ে করতে যাচ্ছিলেন প্রেমিক, ফুল সাজানো গাড়ি সমেত গ্রেফতার
Sheoraphuli News: সম্প্রতি বিয়ের কথা তুললেই সৌভিক টালবানা করতেন বলে দাবি অভিযোগকারিণীর। এমনকি পণের দাবিও উঠে আসত বলে জানিয়েছেন তিনি।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: দু’-পাঁচ বছর নয়, দীর্ঘ ২২ বছরের প্রেম। অথচ তাঁকে ফেলে নাকি অন্যত্র সাতপাকে বাঁধা পড়তে চলেছিলেন প্রেমিক। জানতে পেরেই সটান থানায় হাজির মহিলা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন সহবাসের পরেও, তাঁকে ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। তাতে টোপর মাথায় দিয়ে গাড়িতে উঠতে যাওয়ার মুখেই ওই প্রেমিককে গ্রেফতার করল পুলিশ।
হুগলির (Hooghly News) শেওড়াফুলির (Sheoraphuli News) রাজার বাগান এলাকার ঘটনা। ধৃতের নাম সৌভিক চট্টোপাধ্যায়। বয়স ৪৭ বছর। শেওড়াফুলি ঘোষপাড়ার বাসিন্দা ৪০ বছরের এক মহিলর অভিযোগ, দীর্ঘ ২২ বছর সৌভিকের সৌভিকের সম্পর্ক ছিল তাঁর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাসও করেছেন সৌভিক। এমনকি নিজের বাড়ির লোকজন অসুস্থ হলে, তাঁদের সেবা-শুশ্রূষার জন্য সৌভিক তাঁকে আয়া সাজিয়ে তাঁকে বাড়িতেও নিয়ে যান বলে দাবি ওই মহিলার।
কিন্তু সম্প্রতি বিয়ের কথা তুললেই সৌভিক টালবানা করতেন বলে দাবি অভিযোগকারিণীর। এমনকি পণের দাবিও উঠে আসত বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি সোদপুরে সৌভিকের বিয়ে ঠিক হয়েছে বলে জানতে পারেন ওই মহিলা। তবে কবে বিয়ে তা জানতে পারছিলেন না তিনি। তার মধ্যেই রবিবার সৌভিকের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব আসতে দেখেন অভিযোগকারিণী। তার পর সটান শেওড়াফুলি পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানান তিনি।
আরও পড়ুন: Sadhan Pandey Demise: আজ নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সাধন পাণ্ডের|Bangla News
এর পর শেওড়াফুলি ফাঁড়ি থেকে অভিয়োগকারিণীকে মহিলা থানায় পাঠানো হয়। সেখানে সৌভিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের হয়। এর পর মহিলা থানা থেকে পুলিশ গিয়ে হাজির হয় সৌভিকের বাড়িতে। সেই সময় ফুল দিয়ে সাজানো গাড়িতে উঠে বিয়ে করতে যাচ্ছিলেন সৌভিক। ওই গাড়ি সমেতই তাঁকে থানায় ধরে নিয়ে আসে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে। সোমবার শ্রীরামপুর আদালতে তোলা হবে তাঁকে।
অভিযোগকারিণীর দিদি জানিয়েছেন, সৌভিক এবং তাঁর বোন একসঙ্গে তারাপীঠও গিয়েছিলেন। সেখানে তিন দিন কাটান তাঁরা। বোনকে সিঁদুরও পরিয়ে দিয়েছিলেন সৌভিক। সেই ছবিও রয়েছে তাঁদের কাছে। কিন্তু ধৃতের দাদা কৌশিক চট্টোপাধ্যায়ের দাবি, তাঁর ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। চার মাস আগে অভিযোগকারিণী তাঁদের বাড়িতে আয়ার কাজ করতেন। অভিযোগকারিণীর আগে দু’বার বিয়ে হয়েছিল বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, সৌভিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যে ছবি দেখাচ্ছে অভিযোগকারিণীর পরিবার, সেটি তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।