Hooghly: ন'মাস বেতন না পাওয়ার অভিযোগ, শ্রীরামপুরে বিক্ষোভ ব্যাঙ্ক মিত্রের
ব্যাঙ্ক মিত্রদের অভিযোগ, ইউনাইটেড ব্যাঙ্ক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সংযুক্ত হওয়ার পর থেকে বেতন না পাচ্ছেন না তাঁরা।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: প্রায় ন'মাস বেতন না পেয়ে ব্যাঙ্ক মিত্রদের বিক্ষোভ শ্রীরামপুরে pnb circle office এর সামনে। ব্যাঙ্ক মিত্রদের অভিযোগ, ইউনাইটেড ব্যাঙ্ক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সংযুক্ত হওয়ার পর থেকে বেতন না পাচ্ছেন না তাঁরা। তাঁদের দাবী, আগে ইউনাইটেড ব্যাঙ্ক থাকাকালীন বেতন সমস্যা হয়নি। চুক্তিভিত্তিক কাজ করেন তাঁরা। ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্ট খোলাতে সাহায্য করেন তাঁরা।
আতিয়াতি নামের এক সংস্থার সঙ্গে ব্যাঙ্ক চুক্তিবদ্ধ। ব্যাঙ্ক মিত্রদের অভিযোগ, ব্যাঙ্কের কাছে বেতনের কথা বলতে গেলে তাঁদেরকে বলে দেওয়া হয় আতিয়াতি কোম্পানির কাছে তাঁদের বেতন দেওয়া আছে। অথচ সেখান থেকে ৯ মাস ধরে পাওয়া যায়নি কোনও বেতন। বিক্ষোভকারীরা জানান অবিলম্বে তাঁদের বেতন না দিলে তারা সেখানেই বসে অনশন করবেন। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।
এদিকে, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে অ্যাকাউন্ট খুলতে বিশাল লম্বা লাইন পড়ছে ব্যাঙ্কে ব্যাঙ্কে। এদিকে আবার করোনা বিধি মেনে ব্যাঙ্কের কাজের সময়সীমাও কমেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার জন্য বাড়ছে ব্যাঙ্কের সময়সীমা। বৃহস্পতিবার থেকেই ব্যাঙ্ক খোলা থাকলে পুরো সময়। লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলার জন্যই ব্যাঙ্কের সময়সীমা বাড়ানো হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
আরও পড়ুন, রাজ্যে করোনার তৃতীয় তরঙ্গের উৎসস্থল হতে পারে উত্তরবঙ্গ, মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের
পশ্চিম বর্ধমানের পানাগড়ে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বৃহস্পতিবার থেকে আগের মতোই খোলা থাকবে ব্যাঙ্ক। করোনা আবহে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বহাল বিধিনিষেধ। সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মিলছিল ব্যাঙ্কের পরিষেবা। সেই বিধিনিষেধই কিছুটা শিথিল করা হল। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে গত ১৬ মে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় ব্যাঙ্কের কাজকর্ম সকাল ১০টা থেকে ২টোর মধ্যে শেষ করতে হবে। তবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বদল আনা হয়েছে ব্যাঙ্ক খোলার সময়ের।