![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Hooghly: কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার ভদ্রেশ্বরের ইউকো ব্যাঙ্কের ম্যানেজার
Hooghly News: অভিযোগ গ্রাহকদের টাকা ফিক্সড ডিপোজিট, বিভিন্ন স্কিমে ইনভেস্টমেন্টের নাম করে তছরুপ করা হচ্ছিল ক্রমাগত। বিষয়টি নজরে আসতে নিজেদের মত করে তদন্ত করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
![Hooghly: কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার ভদ্রেশ্বরের ইউকো ব্যাঙ্কের ম্যানেজার hooghly manager of UCO Bank in Bhadreshwar arrested on charges of embezzling crores of rupees Hooghly: কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার ভদ্রেশ্বরের ইউকো ব্যাঙ্কের ম্যানেজার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/11/3a640168959180f533f6978ff6f7e94c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন ভদ্রেশ্বর ইউকো ব্যাঙ্কের ম্যানেজার। ধৃতের নাম সৌমিত্র মির্দ্দা। তাঁর বয়স ৫৭ বছর। সূত্রের খবর, সপ্তাহ খানেক আগে ইউকো ব্যাঙ্কের জোনাল অফিস থেকে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ গ্রাহকদের টাকা ফিক্সড ডিপোজিট, বিভিন্ন স্কিমে ইনভেস্টমেন্টের নাম করে তছরুপ করা হচ্ছিল ক্রমাগত। বিষয়টি নজরে আসতে নিজেদের মত করে তদন্ত করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সাসপেন্ড করা হয় ম্যানেজারকে। ভদ্রেশ্বর থানায় অভিযোগও দায়ের করা হয়।ভদ্রেশ্বর থানার পুলিশ ব্যাঙ্ক ম্যানেজারকে তাঁর বৈদ্যবাটির বাড়ি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে। আজ ধৃতকে চন্দননগর আদালতে পেশ করা হয়, আট দিনের পুলিশ কাস্টডি। সৌমিত্র মির্দ্দার সঙ্গে আর কে কে জরিত তার খোঁজ করতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কিছুদিন আগেই একটি খবরে জানা গিয়েছিল যে, ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট (Fake Account) বানিয়ে, সাংসদ তহবিলের কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল ব্যারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংহ-র (Arjun Singh) প্রাক্তন আপ্তসহায়ক ও সংশ্লিষ্ট ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বিরুদ্ধে।
স্কুলের উন্নয়নের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয় বলে অভিযোগ। এর পর সাংসদ তহবিলের ১ কোটি ৬৬ লক্ষ টাকা আত্মসাত করা হয়। অভিযোগে গ্রেফতার করা হয়েছে অর্জুন সিংহ-র প্রাক্তন আপ্তসহায়ক ও সংশ্লিষ্ট ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অর্জুন সিংহ।
কয়েক মাস আগে জেলা প্রশাসনের তরফে জানা যায়, ব্যারাকপুর (Barrakpur) লোকসভার অন্তর্গত পাঁচটি স্কুলে অর্জুন সিংহ ও পবন সিংহের সাংসদ ও বিধায়ক তহবিল থেকে উন্নয়নের জন্য টাকা পৌঁছায়নি। সাংসদের প্যাডে টাকা দেওয়ার সুপারিশ পাওয়ার পর পলতার শান্তিনগরে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কে পাঁচটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়।
সেখান থেকে ওই টাকাগুলো অন্য অ্য়াকাউন্টে পাঠিয়ে আত্মসাৎ করা হ. ববে ই তদন্তে জানতে পারে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। এরপর ব্যারাকপুর কমিশনারেটের চারটি থানায় অভিযোগ দায়ের করা হয় জেলা প্রশাসনের তরফে। বিষয়টি জানার পর অর্জুন সিংহ অনির্বাণ সরকারের নামে ব্যারাকপুর কমিশনারেট অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় অনির্বাণ সরকার ও ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেট এর গোয়েন্দা বিভাগ। তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)