Hooghly News: ভোর রাতে চৌকিতে ঘুমিয়ে, আচমকাই ধারালো অস্ত্রের কোপ হুগলির বাসিন্দাকে..
Hooghly Murder Case: ঘুমন্ত অবস্থায় যুবককে ধারালো অস্ত্রের কোপ, না ফেরার দেশে হুগলির বাসিন্দা..
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ভদ্রেশ্বর খুঁরিগাছি এলাকায় ঘুমন্ত অবস্থায় যুবককে ধারালো অস্ত্র দিয়ে 'খুন'! মৃতের নাম গুড্ডু যাদব।বয়স ২৫ বছর। ইতিমধ্য়েই ঘটনার তদন্তে চন্দননগর পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ভদ্রেশ্বর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড খুঁরিগাছি এলাকায় খাটাল রয়েছে যাদবদের।গুড্ডু তাদের খাটালের ভিতর চৌকিতে ঘুমিয়ে ছিলেন প্রতিদিনের মত। মঙ্গলবার ভোর রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়।চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।ভদ্রেশ্বর থানার পুলিশ চন্দননগর পুলিশের গোয়েন্দারা ঘটনাস্থলে যান।তদন্ত শুরু হয়।পুলিশের প্রাথমিক অনুমান ব্যাক্তিগত শত্রুতার জেরে এই খুন হতে পারে।স্থানীয়রা জানিয়েছেন খাটালে বহিরাগতদের আনাগোনা ছিল।চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান,পরিবার এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে কিছু সূত্র পাওয়া গেছে।তদন্ত সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
রিজেন্ট পার্ক এলাকায় খাল থেকে বস্তাবন্দি মহিলার দেহ উদ্ধারের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে, জলে ফেলার সময়ও জীবিত ছিলেন মহিলা। এই পরিস্থিতিতে মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। শরীরে তখনও প্রাণ রয়েছে। সেই অবস্থাতেই প্রথমে দেহ ঢুকিয়ে দেওয়া হয় বস্তায়। বেঁধে দেওয়া বস্তার মুখ এরপর জীবন্ত অবস্থায় মহিলাকে ফেলে দেওয়া হয় জলে। রিজেন্ট পার্কে মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই তথ্য সামনে এল। পুলিশ সূত্রে খবর, মৃতের মাথার পিছনে আঘাত রয়েছে। তবে তা কোনও মারের আঘাত নয়। বিকেলের দিকে রিজেন্ট পার্ক থানা এলাকার শান্তিনগর ব্রিজের ঠিক তলায় খালের মধ্যে একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। খবর পেয়ে পুলিশ এসে বস্তা উদ্ধার করতেই দেখা যায়, বস্তার মধ্য়ে এক মহিলার মৃতদেহ রয়েছে।
আরও পড়ুন, RG Kar কাণ্ডে মুখ খুললেন সুখেন্দুশেখর, 'সত্যের পথ থেকে কেউ আমাকে সরাতে পারবে না..'
পুলিশ সূত্রে খবর ,মহিলার দুই হাতে দুটো ঈগলের ট্যাটু রয়েছে। এছাড়া শরীরে একাধিক ইঞ্জেকশন নেওয়ার চিহ্ন।তা থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি মাদকাসক্ত ছিলেন মহিলা? ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ৩-৪ দিন আগে এই মহিলার মৃত্যু হয়েছে। সেইকারণে দেহে পচন ধরা শুরু হয়েছিল। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, মহিলার দেহ যে বস্তার মধ্য়ে ছিল, তা প্রথমে টালিগঞ্জের করুণাময়ী ব্রিজের কাছে দেখা গিয়েছিল। পরে সেটিই ভেসে শান্তিনগর ব্রিজের কাছে পৌঁছয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।