Hindmotor: পড়ুয়া কমছে, বাড়ছে ক্ষতির বোঝা; হিন্দমোটর হাই স্কুল বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের
কর্তৃপক্ষের আশ্বাস, হিন্দমোটর হাই স্কুল বন্ধ হয়ে গেলেও, হিন্দুস্তান মোটর্স ক্যাম্পাসের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হতে পারবে সব পড়ুয়া।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কমছে পড়ুয়া, বাড়ছে ক্ষতির বোঝা। এই যুক্তিতে হুগলির উত্তরপাড়ায় হিন্দমোটর হাই স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। প্রতিবাদে সরব হলেন অভিভাবক ও প্রাক্তনীরা। কর্তৃপক্ষের আশ্বাস, হিন্দমোটর হাই স্কুল বন্ধ হয়ে গেলেও, হিন্দুস্তান মোটর্স ক্যাম্পাসের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হতে পারবে সব পড়ুয়া।
বন্ধ হয়ে যাচ্ছে হিন্দমোটর হাই স্কুল! হুগলির উত্তরপাড়ায় হিন্দুস্তান মোটর্সের আবাসন চত্বরে অবস্থিত পুরনো স্কুলটিতে পড়ুয়াদের কলতান আর শোনা যাবে না। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষ।
স্বাধীনতা অর্জনের পর স্বাবলম্বী ভারতের অন্যতম উড়ান শুরু হয়েছিল হুগলির উত্তরপাড়ায় ভাগিরথী পাড়ের হিন্দ মোটর্স কারখানা থেকে।
১৯৪৮ সালে অ্যাম্বাসাডর কারখানা প্রতিষ্ঠিত হওয়ার কয়েক বছরের মাথায় আবাসন চত্বরে গড়ে ওঠে হিন্দ মোটর হাই স্কুল। বেসরকারি স্কুলটি ছিল মধ্যশিক্ষা পর্ষদের আওতাভুক্ত। কিন্তু ২০১৪ সালে কারখানা বন্ধ হওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। বিজ্ঞপ্তিতে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৭ বছরে পড়ুয়ার সংখ্যা ২ হাজার ৩০০ থেকে কমে হয়েছে ৭০০। কোভিড পরিস্থিতিতে আর্থিক লোকসান বেড়ে যাওয়ায় স্কুল চালানো সম্ভব হচ্ছে না।
হিন্দুস্তান মোটর্স লিমিটেড স্কুলের জায়গা খালি করতে বলেছে। কিন্তু স্কুল বন্ধের এই ঘোষণায় ক্ষুব্ধ অভিভাবকরা। এক অভিভাবক জানিয়েছেন, এতদিনের ঐতিহ্যবাহী স্কুল বন্ধ হয়ে গেলে খুব খারাপ হবে। হঠাৎ শুনছি বন্ধ হয়ে যাবে। কোথায় ভর্তি হবে, কী হবে বুঝতে পারছি না।
মন খারাপ প্রাক্তনীদেরও। উত্তরপাড়া পুরসভার তৃণমূল প্রশাসক ও হিন্দমোটর হাই স্কুলের প্রাক্তনী দিলীপ যাদব জানিয়েছেন, আমি ও আমার ভাই বোনেরা পড়েছি। এই স্কুল আমাদের কাছে আবেগের। স্কুল বন্ধের নোটিশ দেখেছি। স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে কথা বলব। প্রয়োজনে সরকারের সঙ্গে আলোচনা করে স্কুল যাতে বন্ধ না হয় তার চেষ্টা করব।
বিজেপি নেতা ও হিন্দমোটর হাই স্কুলের প্রাক্তনী পঙ্কজ রায়ের কথায়, এত ভাল একটা স্কুলকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মানব না। এর জন্য যা করার করব। পড়ুয়াদের অভিভাবকরা স্কুল বন্ধের সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন।
হিন্দ মোটর হাইস্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানা ক্যাম্পাসেই আরও একটি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। বন্ধ স্কুলের পড়ুয়ারা সেখানে ভর্তি হতে পারবে।
আরও পড়ুন: South Dinajpur: স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, আটক স্ত্রী ও প্রতিবেশী যুবক
আরও পড়ুন: Nadia: কৃষ্ণনগরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু ২ স্কুল ছাত্রীর