এক্সপ্লোর
Nadia: কৃষ্ণনগরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু ২ স্কুল ছাত্রীর
Nadia: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে তারা বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে স্নান করতে যায়। সাঁতার না জানায় তারা জলে ডুবে যায়।

কৃষ্ণনগরে ২ ছাত্রীর জলে ডুবে মৃত্যু
প্রদ্যোৎ সরকার, নদিয়া: কৃষ্ণনগরের কালীরহাটে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই চতুর্থ শ্রেণীর ছাত্রীর। মৃতর হল পারমিতা মজুমদার ও রিয়া মজুমদার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে তারা বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে স্নান করতে যায়। সাঁতার না জানায় তারা জলে ডুবে যায়। ওই সময় পুকুরের পাশ দিয়ে বেশ কিছু কৃষক বাড়ি ফিরছিলেন। তারা দেখেন ওই দুই শিশুর দেহ পুকুরে ভাসছে। এরপর স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















