Hoogly News: 'নতুন সাংসদ চাই' নিজের লোকসভা কেন্দ্রেই কুরুচিকর পোস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
আজ রিষড়ার (Rishra) ওয়েলিংটন জুটমিলের (wellington jute meal) গেট ছাড়াও বিভিন্ন জায়গায় শ্রীরামপুরে (Sreerampur) নতুন সাংসদ চাই লেখা পোস্টার দেখা যায়।
হুগলি: নিজের লোকসভা কেন্দ্রেই এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে কুরুচিকর পোস্টার। আজ রিষড়ার (Rishra) ওয়েলিংটন জুটমিলের (wellington jute meal) গেট ছাড়াও বিভিন্ন জায়গায় শ্রীরামপুরে (Sreerampur) নতুন সাংসদ চাই লেখা পোস্টার দেখা যায়।
করোনা আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ডায়মন্ড হারবার মডেল নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কার্যত চ্যালেঞ্জ ছোড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। এদিন অপরূপা পোদ্দারের বাড়ির আশপাশেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার দেখা যায়। পোস্টার-বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আরও পড়ুন: Kalyan Banerjee Update: ‘তফাৎ শুধু শিরদাঁড়ায়’, ফেসবুকে ফের বিস্ফোরক কল্যাণ, কাকে নিশানা করলেন!
সম্প্রতি দলের সঙ্গেই বারবার সংঘাতে জড়িয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ। অভিষেকের (Abhishek Banerjee) ‘ডায়মন্ড’ মডেল নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েন কুণাল-কল্যাণ। কিছুদিন আগে ডায়মন্ড মডেল নিয়ে কল্যাণকে (Kalyan Banrerjee) আক্রমণ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।বলেন, ‘সন্ধ্যার পরে কেউ কিছু বলেছেন কিনা বলতে পারব না। সাংসদ কী বলেছেন, তার উপরে নজর রাখছে দল’
“জেলখানা থেকে মমতাকে আক্রমণ করিনি, প্রিজন ভ্যান থেকেও করিনি। কবে দলে আছেন, কবে দলে নেই, জানি না। ব্যক্তিগত চরিত্র হনন করলে, আমিও দেখব নিয়ম ভাঙছেন কিনা।’’ দলের রাজ্য সাধারণ সম্পাদককে পাল্টা আক্রমণে শ্রীরামপুরের সাংসদ। “মমতাই আমার নেত্রী, কেউ পদাধিকারী হতে পারেন, নেতা নয়।’’ তোপ দাগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদটি সর্বক্ষণের। তাই এই পদে থেকে কারও ব্যক্তিগত কোনও মত থাকতে পারে না। অনেক বিষয়ে আমারও ব্যক্তিগত মত আছে। দলীয় শৃঙ্খলার কারণেই তা প্রকাশ্যে বলা যায় না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধাচারণ। এভাবে রাজ্য সরকারকেই চ্যালেঞ্জ করা হয়েছে।’’ একইসঙ্গে বর্ষবরণের দিনে ডায়মন্ড ফুটবল প্রতিযোগিতার আয়োজনের প্রসঙ্গ তুলে শ্রীরামপুরের সাংসদ প্রশ্ন করেছেন, “সেখানে কি সংক্রমণের সম্ভাবনা ছিল না?’’