Howrah News: হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির পুলিশ অফিসার ! সরিয়ে দেওয়া হল চণ্ডীতলা থানার IC-কে..
Howrah Shootout Case: কী কারণে মধ্যরাতে অস্ত্র নিয়ে শিবপুরে হুগলির পুলিশ অফিসার? জানতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।

হাওড়া: হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির পুলিশ অফিসার ! মধ্যরাতে শিবপুরে গুলিবিদ্ধ চণ্ডীতলা থানার IC, রক্তাক্ত সঙ্গিনী।সরিয়ে দেওয়া হল চণ্ডীতলা থানার IC-কে। আপাতত থানার দায়িত্বে CI চণ্ডীতলা।
প্রত্যক্ষদর্শীর অভিযোগের ভিত্তিতে শিবপুর থানায় FIR । কী কারণে মধ্যরাতে অস্ত্র নিয়ে শিবপুরে হুগলির পুলিশ অফিসার? কীভাবে চলল গুলি? সার্ভিস রিভলভার থেকেই গুলি? সঙ্গে ছিল কারা? জানতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সূত্র মারফত খবর, হাসপাতালে ভর্তি চণ্ডীতলা থানার IC জয়ন্ত পালের বয়ান নেবে পুলিশ।
গত কয়েক বছরে একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে। তেইশ সালে পুরুলিয়া পুলিশ লাইনে গুলিবিদ্ধ হয়ে কর্মরত এনভিএফ কর্মীর মৃত্যুতে হয়েছিল। মৃতের নাম সুশীল কিস্কু। প্রাথমিক তদন্তে অনুমান, নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই প্রাণ গিয়েছিল তাঁর।ঘটনার তদন্তে উঠে এসেছিল সেই তথ্য।জানা গিয়েছিল সুশীল পুরুলিয়া পুলিশ লাইনে সেন্ট্রির ডিউটি করছিলেন। সূত্রের খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছিলেন। কিন্তু কী কারণে এই পথ তিনি বেছে নিলেন? তা জানতে তদন্তে নেমেছিল পুলিশ।
অতীতে নিউটাউনে টেকনো সিটি থানার পুলিশ ব্যারাকে অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ ঘোষের সার্ভিস রিভলভার থেকেও চলেছিল গুলি। সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষের পায়ে গুলি লেগেছিল। সল্টলেকে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অভিযুক্ত ASI-কে সাসপেন্ড করা হয়েছে। দুর্ঘটনাবশত গুলি চলেছিল নাকি বিবাদের জেরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল? খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। হাসপাতালের তরফে জানানো হয়েছিল, কৌশিক ঘোষের বাঁ পায়ের আঘাত গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল। ঘটনার দিন টেকনো সিটি থানার অফিসার্স ব্যারাকের ঘটনাস্থল ঘুরে দেখেছিলেন ডিসি নিউটাউন। পুলিশ সূত্রের খবর এসেছিল, অভিজিৎ ঘোষ আগে ছিলেন রাজ্য পুলিশের এসটিএফে। এসটিএফের একাধিক অপারেশনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
২০২২ সালের জুনে, পার্ক সার্কাসের রাস্তায় সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালান কলকাতা পুলিশের কনস্টেবল চোডুপ লেপচা। পরে সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী হন ওই কনস্টেবল। ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল খাস কলকাতার বুকে। গুলিতে মৃত্যু হয় এক তরুণীরও। প্রত্যক্ষদর্শীদের দাবি, ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান এক পুলিশ কর্মী। গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক বাইক আরোহী মহিলা। পরে ওই পুলিশ কর্মীও নিজেকে গুলি করে আত্মঘাতী হন। তাঁর দেহের পাশেই পড়ে ছিল রাইফেল। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ৫০ মিটার দূরেই এই ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন, 'TMC-র সঙ্গে জোট ভাঙার আগে আরও বিশ্লেষণের প্রয়োজন ছিল', আক্ষেপের সুর প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
