TMC Cong Alliance: 'সরকার থেকে বেরিয়ে আসার আগে আরও বিশ্লেষণের প্রয়োজন ছিল', কার্যত আক্ষেপের সুর প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় !
TMC Cong Alliance Controversy: কার্যত আক্ষেপের সুর প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় ! কী বললেন শুভঙ্কর সরকার ?

কলকাতা: 'সরকার থেকে বেরিয়ে আসার আগে আরও বিশ্লেষণের প্রয়োজন ছিল', কার্যত আক্ষেপের সুর প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় ! 'আরও পর্যালোচনা ও মানুষের রায় নেওয়ার দরকার ছিল', দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের।
এদিন তিনি বলেন, 'সরকারের এতটুকুও সুযোগ সুবিধা আমাদের কর্মী সমর্থকরা কেউই পাননি। কোথায় পেয়েছে ? অল্প কয়েকদিন ! সেই বেরিয়ে আসাটা সঠিক না বেঠিক ?আমি কোনওভাবে মনে করি , আরও বিচার বিশ্লেষণের প্রয়োজন ছিল।আমাদেরও তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিলেন। আর একবার মানুষ ক্ষমতায় এসে গেলে, সেই ক্ষমতাকে সামনে রেখে, সুশাসন, খারাপ শাসন বহু কিছুর মধ্য দিয়েই ক্ষমতা রক্ষা করা যায়। আমরা তো এখন দেখতে পাচ্ছি। আমার মনে হয় আরও পর্যালোচনার প্রয়োজন ছিল। ছেড়ে আসার আগে। তার কারণ আমাদের কথার উপরে ভরসা করে তো মানুষ ভোট দিয়েছে। তাই মানুষের রায় নেওয়া দরকার ছিল।'
অপরদিকে, এদিন কুম্ভ নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে, গঙ্গাসাগরের আয়োজনের ভূয়সী প্রশংসা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কৌশলে তৃণমূলের পাশেই দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি? প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, 'মহাকুম্ভে কয়েকদিন যাওয়ার পর, আমার মনে হয়েছে, পুরোমাত্রায় ফেল করেছে রাজ্য সরকার, যোগী আদিত্যনাথ।' মহাকুম্ভের আয়োজনে খামতির অভিযোগ তুলে, উত্তরপ্রদেশের যোগি সরকারকে আক্রমণ করতে গিয়ে, তাৎপর্যপূর্ণভাবে বাংলার তৃণমূল সরকারের উদ্যোগে আয়োজিত গঙ্গাসাগর মেলার প্রশস্তি শোনা গেল, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গলায়।
মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরির পর থেকে তাঁর কঠোর সমালোচক। অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে কংগ্রেস হাইকম্য়ান্ড। সেই শুভঙ্কর সরকারের মুখেই এবার শোনা গেল তৃণমূল সরকারের উদ্যোগে আয়োজিত গঙ্গাসাগর মেলার প্রশস্তি।প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, আমরা মনে করি, সব তীর্থ বারবার...আমাদের গঙ্গাসাগর একবার।...আমি নিজে গঙ্গাসাগরে গিয়েছিলাম...সেখানে যে ব্যবস্থা ছিল, আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। যে ভিড় ছিল, যে ব্যবস্থা ছিল। আমি মনে করেছিলাম, আমরা বিরোধিতা করলেও, অনেক জিনিস রাজ্য সরকার খারাপ করলেও, গঙ্গাসাগরের যে পুরো ম্যানেজমেন্ট, ব্যবস্থাটা সেটা একটু বৈজ্ঞানিক পদ্ধতি, একটু আধুনিকতা বিষয় সহকারে ছিল।'
আরও পড়ুন, মমতার 'মৃত্যুকুম্ভ' কটাক্ষ, মুখ খুললেন এবার শুভেন্দু, মন্তব্য প্রত্যাহারের দাবি..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
