HS Exam 2025: মামাবাড়ি ঘুরতে গিয়ে ট্রেনে হারাল অ্যাডমিট কার্ড, পুলিশের সাহায্য পেয়ে উচ্চ মাধ্যমিকে বসলেন ছাত্র !
HS Student Attend Exam Without Admit Card For Police Help: অ্যাডমিট কার্ড না থাকায় পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা, ছাত্রের দিকে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এলেন পুলিশ অফিসার..

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: প্রথম রোজায় কলকাতায় মামার বাড়ি গিয়েছিল রিষড়ার মহঃ নাসিম।আজ তার উচ্চমাধ্যমিক পরীক্ষা।ট্রেনে আসার সময় ব্যাগ হারিয়ে ফেলে।পরীক্ষাকেন্দ্রে এসে অ্যাডমিট না থাকায় ঢুকতে পারছিল না।এক পুলিশ অফিসারের সাহায্যে পরীক্ষা দিতে পারল সে।
রিষড়া বিদ্যাপীঠ স্কুলে মোট ২৮৩ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আঞ্জুমান হাই স্কুলের ছাত্র মহঃ নাসিম পরীক্ষা দিতে আসে।তাঁর অ্যাডমিট নেই, বিষয়টা নজরে আসে শ্রীরামপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসারের। ছাত্রের সঙ্গে কথা বলে তাঁকে শ্রীরামপুর থানার গাড়ি করেই থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যাডমিট হারানোর নির্দিষ্ট অভিযোগ করে।মোবাইলে অ্যাডমিট কার্ডের ছবি তোলা ছিল ছাত্রের।সেই ছবি প্রিন্ট করে আবারও থানার গাড়ি করেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয় শ্রীরামপুর থানার কর্মরত সাব ইন্সপেক্টর জিতেন্দ্রনাথ প্রামাণিক।
পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় দেখে পেনও নেই সেই পরীক্ষার্থীর। তার হাতে নিজের পকেট থেকে পেন বার করে তুলে দেন শ্রীরামপুর থানার অফিসার জিতেন্দ্রনাথ প্রামাণিক। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই বিষয়টিও যেমন দেখেন, পাশাপাশি আসল অ্যাডমিট কার্ডের পরিবর্তে প্রিন্টআউট করা নকল অ্যাডমিট কার্ডে পরীক্ষা দিতে যাতে কোনওরকম সমস্যার মুখে পড়তে না হয় ওই পরীক্ষার্থীকে, সেই দিকও নিশ্চিত করেন তিনি। শেষ মুহুর্তে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পুলিশের সাহায্য পরীক্ষা দিতে পেরে খুশি ওই পরীক্ষার্থী।
আরও পড়ুন, 'ভোটে জেতালেই লাখ টাকা..' ! ঘোষণা ক্যানিং পশ্চিমের TMC বিধায়কের..
সিপি জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের দিনগুলিতে রাস্তায় যথেষ্ট পরিমাণে পুলিশ থাকবে, পডুয়াদের কোনও অসুবিধা হবে না। কিছু রাজনৈতিক দলের কর্মসূচি আছে। রাজনৈতিক কর্মসূচির কারণে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, তার দায়িত্ব পুলিশের। উচ্চমাধ্যমিক পড়ুয়ারা অসুবিধায় পড়লে হেল্পলাইন নম্বর ৯৪৩২৬ ১০০৩৯। যে সব রাজনৈতিক দল কর্মসূচি রেখেছেন, তাঁরা যেনও পড়ুয়াদের কথা মাথায় রাখে। কোনও অবস্ট্রাকশন হলে অ্যাকশন নেওয়া হবে। কোনও অসুবিধায় পড়লে ১০০ নম্বরেও ডায়াল করতে পারবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা।
মূলত , যাদবপুরকাণ্ডে সোমবার রাজ্যের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয় SFI. তারই মধ্যে সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর দিন। পরীক্ষার চাপা টেনশনের সঙ্গে সঙ্গে তাই এবার ধর্মঘটের উপরি চাপ নিয়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছিয়েছেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। একদিকে যাদবপুর বিদ্যাপীঠ। অন্যদিকে হেয়ার স্কুল। কলকাতার বুকে দুই স্কুলেই শেষ মেষ নির্বিঘ্নেই মিটল জীবনের দ্বিতীয় পরীক্ষা।






















