Madhyamik 2024: মাধ্যমিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই কর্তব্য পালন শিক্ষিকার, গার্ড দিতে এসে আচমকাই প্রসব যন্ত্রণা..
Pregnant Teacher AT Madhyamik : অন্তঃসত্ত্বা অবস্থাতেই মাধ্যমিকে কর্তব্য পালন শিক্ষিকার , প্রথম দিন ঠিক গেলেও কিন্তু মাধ্যমিকের দ্বিতীয় দিনে আচমকাই..
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2024 ) গার্ড দিতে এসে প্রসব যন্ত্রণায় কাতর হলেন এক শিক্ষিকা (Teacher)। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়া নারী শিক্ষা মন্দির স্কুলের।আজ ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা।পরীক্ষা শুরু হতেই হঠাৎ অসুস্থ বোধ করেন শিক্ষিকা অর্পিতা মল্লিক। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়।সেখানেই ওই শিক্ষিকা চিকিৎসাধীন।
মাধ্যমিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই কর্তব্য পালন
চুঁচুড়া খাদিনা মোড়ের বাসিন্দা শিক্ষিকা জানান, 'অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি তার শিক্ষকতার ডিউটি পালন করছিলেন।' মাধ্যমিক পরীক্ষায় গতকালও গার্ড দিয়েছেন।আজও তিনি স্কুলে এসেছিলেন। তবে হঠাৎই তিনি পরীক্ষার হলেই অসুস্থ হয়ে পড়েন। তার রক্তক্ষরণ শুরু হয়। তারপরেই স্কুলের তরফে তাঁকে নিয়ে যাওয়া হয় ইমামবাড়া হাসপাতালে।জানানো হয় তাঁর পরিবারকে। হাসপাতাল সূত্রে খবর, শিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন। তার আল্ট্রাসনোগ্রাফিক করানো হয়েছে।
মাধ্যমিকের দ্বিতীয় দিনেও বিপত্তি
অন্যদিকে মাধ্যমিকের দ্বিতীয় দিনেও বিপত্তি, সোশাল মিডিয়ায় মাধ্যমিকের প্রশ্নের ছবি, বাতিল ১২ জনের পরীক্ষা। পরীক্ষা চলাকালীনই অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আজ ছিল ইংরেজি পরীক্ষা। তবে পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে পরীক্ষার্থীরা জানায় প্রশ্ন সহজ হয়েছে।পরীক্ষার্থী ও অভিভাবকরা খুশি।
মাধ্যমিকে ব্যতিক্রমী ছবি
ইচ্ছে থাকলেও যে কোনও বাধা পার করা যায়, আরও একবার জ্বলজ্যান্ত প্রমাণ উঠে এল চলতি বছরের মাধ্যমিকে (Madhyamik Exam 2024)। জেলা পূর্ব মেদিনীপুর (East Midnapore)। একদিকে মহিষাদলে (Mahishadal) কোভিডকে কার্যতই বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা দিলেন এক করোনা পজিটিভ ছাত্র (Corona positive Student)।
বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ
প্রসঙ্গত, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে, বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। খোলা হয়েছে পর্ষদের তরফে কন্ট্রোল রুম। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,'দার্জিলিং, কালিম্পং, মিরিকে যেহেতু ঠান্ডা, আমরা সব স্কুলে হিটার দিচ্ছি। রুম হিটার দিচ্ছি। বাদবাকি আমি বলি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইএসসি, সিবিএসই, মাদ্রাসা- যত পরীক্ষা আছে, সবাইকে আমার অনেক অভিননন্দন।'
আরও পড়ুন, বালকের হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার, উত্তপ্ত কামারহাটি
মাধ্যমিক শেষ হলেই শুরু উচ্চমাধ্যমিক
অন্যদিকে, মাধ্যমিক শেষ হলেই ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চমাধ্যমিক দেবে প্রায় ৮ লক্ষ পড়ুয়া।এতদিন উচ্চমাধ্যমিক শুরু হত বেলা ১২টায়। শেষ হত দুপুর ৩টে ১৫-য়। এবার পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ থেকে। শেষ হবে দুপুর ১টায়।১৯৮৮ সাল থেকে বেলা ১২টায় চালু হয় মাধ্যমিক পরীক্ষা। তার আগে সকাল ১০টা থেকে শুরু হত পরীক্ষা। ৩৫ বছর পর পরীক্ষার ফিরল সকালে।