Kamarhati News: বালকের হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার, উত্তপ্ত কামারহাটি
Kamarhati Minor Death Mystery: ৩০ জানুয়ারি থেকে নিখোঁজ, আজ হাত-পা বাঁধা দেহ উদ্ধার বালকের, বিটি রোড অবরোধ..
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বালকের হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তপ্ত কামারহাটি (Kamarhati)। ৩০ জানুয়ারি থেকে নিখোঁজ, আজ হাত-পা বাঁধা দেহ উদ্ধার। অপহরণের অভিযোগে খড়দা থানায় মিসিং ডায়েরি, আজ দেহ উদ্ধার। প্রতিবাদে কামারহাটির আলপাইন ডেয়ারি মোড়ে বিটি রোড অবরোধ।
গতবছর ঠিক এই সময়েই দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে একটি মর্মান্তিক খবর প্রকাশ্যে এসেছিল। সেবারও ৫ বছরের এক শিশুর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছিল। সেবার বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় সূত্রে খবর, কর্মসূত্রে কলকাতায় থাকেন শিশুর বাবা। মায়ের সঙ্গে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই শিশুকে খুন করা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ।
জানা গিয়েছিল, মৃত ওই শিশুর দেহে আঘাতের চিহ্ন মিলেছিল। বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল মৃতদেহ। মৃত শিশুর মা-সহ ৩ জনকে আটক করেছিল কুলতলি থানার পুলিশ। পাশাপাশি সেবার আরও একটি নৃশংস ঘটনা প্রকাশ্যে এসেছিল। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৮ বছরের বালিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছিল সৎ মা-র বিরুদ্ধে। অভিযুক্ত মহিলাকে আটক করেছিল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়ার বাবা গতকাল বাড়ি ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে রাতে ৮ বছরের মেয়েকে শ্বাসরোধ করেন খুন করেছিলেন সৎ মা। সকালে বাবা বাড়ি ফিরতেই বিষয়টি জানাজানা হয়।
আরও পড়ুন, CAA কার্যকরে বদলাল শান্তনু ঠাকুরের 'ডেডলাইন'
অপরদিকে, মর্মান্তিক ঘটনার সাক্ষী বেহালাও। বেহালার পলিটেকনিক পড়ুয়ার রহস্যমৃত্যু ঘটনা সামনে এসেছিল। হাওড়ার উলুবেড়িয়ায় গঙ্গার ঘাট থেকে উদ্ধার হয়েছিল ৭ দিন ধরে নিখোঁজ ছাত্রের পচাগলা মৃতদেহ। বছর ১৯-এর হার্দিক দাস বেহালার সেনহাটি কলোনির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, জ্ঞান ঘোষ পলিটেকনিকের প্রথম বর্ষের পড়ুয়া হার্দিক কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। রাতে না ফেরায়, বেহালা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের দাবি, নিখোঁজ পড়ুয়ার মোবাইল ফোন ট্র্যাক করে টালা ও দমদম স্টেশনে টাওয়ার লোকেশন মিলেছিল।রেল পুলিশের দেওয়া সিসি ক্যামেরার ফুটেজে ওই ছাত্রকে দমদম স্টেশনে এক যুবকের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছিল। এরপরই মোবাইল ফোন বন্ধ হয়ে গিয়েছিল। উলুবেড়িয়ার হীরাপুরে গঙ্গার ঘাট থেকে নিখোঁজ ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়েছিল।