South 24 Pargana News: উত্তপ্ত বনগাঁ! কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগে থানা ঘেরাও, বিক্ষোভ কর্মীদের
কংগ্রেস প্রার্থী মলয় আঢ্যর অভিযোগ, হামলার নেপথ্যে তৃণমূল প্রার্থী গোপাল শেঠের অনুগামীরা। তৃণমূলের দাবি, হার নিশ্চিত বুঝে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন কংগ্রেস প্রার্থী।
![South 24 Pargana News: উত্তপ্ত বনগাঁ! কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগে থানা ঘেরাও, বিক্ষোভ কর্মীদের South 24 Pargana Bongaon congrass candidate beating and protest at police station South 24 Pargana News: উত্তপ্ত বনগাঁ! কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগে থানা ঘেরাও, বিক্ষোভ কর্মীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/26/08033e14ac457c7eb3c3a5bc74f568f9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বনগাঁ: পুরভোটের ২ দিন আগে ফের উত্তপ্ত বনগাঁ পুরসভার ৩ নম্বর ওয়ার্ড। কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মী, সমর্থকদের। কংগ্রেস প্রার্থী মলয় আঢ্যর অভিযোগ, হামলার নেপথ্যে তৃণমূল প্রার্থী গোপাল শেঠের অনুগামীরা। তৃণমূলের দাবি, হার নিশ্চিত বুঝে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন কংগ্রেস প্রার্থী।
বনগাঁর প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর ভাই মলয় আঢ্য কংগ্রেসের টিকিটে লড়ছেন। তাঁকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে বলে এর আগে দাবি করেন তৃণমূল প্রার্থী ও প্রাক্তন পুর প্রশাসক গোপাল শেঠ। এ নিয়ে নাম না করে দলের নেতা শঙ্কর আঢ্যকেই নিশানা করেন তিনি।
অন্যদিকে মুর্শিদাবাদের বহরমপুরে পুরভোটের আগে অশান্তি। এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে অধীর চৌধুরীর সঙ্গে শহর তৃণমূল সভাপতির তুমুল বচসা। সাংসদের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনেছে তৃণমূল। পাল্টা শাসকদলের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগে সরব অধীর চৌধুরী।
পুরভোটের মখে এভাবেই উত্তপ্ত উঠল মুর্শিদাবাদের বহরমপুরের ২৭ নম্বর ওয়ার্ডের জজ কোর্ট এলাকা। বৃহস্পতিবার ঘড়িতে তখন রাত ৯টা। বাড়িতে ঢোকার সময় এক কংগ্রেস কর্মীকে মারধর করে ভয় দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুরের কংগ্রেস সাংসদ এলাকায় পৌঁছতেই চলে আসেন শহর তৃণমূল সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়। দু’জনের মধ্যে তুমুল বচসা শুরু হয়ে যায়।
এ দিকে পুরভোটের আগে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে বোমা রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। বিজেপি প্রার্থী সুধীরঞ্জন সাউয়ের অভিযোগ, ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতেই তাঁর নির্বাচনী কার্যালয়ের সামনে বোমা রেখেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এলাকা অশান্ত করতে বহিরাগতদের আনা হয়েছে বলেও গেরুয়া শিবিরের দাবি। তৃণমূলের দাবি, রাজনৈতিক ফায়দা তুলতে মিথ্যার আশ্রয় নিচ্ছে বিজেপি। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)