Hooghly: পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে অসিত মজুমদারকে 'হুঁশিয়ারি', পোস্টার পড়ল চুঁচুড়ায়
TMC MLA Asit Majumdar: পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে, তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ল হুগলির চুঁচুড়ায়।লেখা, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতাদের টিকিট দিলে বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়া হবে না।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) টিকিট বিলি নিয়ে, তৃণমূল বিধায়ক (TMC MLA Asit Majumdar) অসিত মজুমদারকে হুঁশিয়ারি দিয়ে পোস্টার (Poster) পড়ল হুগলির চুঁচুড়ায় (Chinsurah)। তাতে লেখা হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতাদের টিকিট দিলে বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। তৃণমূল বিধায়কের অভিযোগ, সবটাই বিজেপির চক্রান্ত। পাল্টা কটাক্ষ করেছে গেরুয়া শিবির।
কী হয়েছে?
নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে এমনিতেই উত্তাল রাজ্য রাজনীতি!! লাগাতার বিরোধী আক্রমণের মুখে পড়তে হচ্ছে শাসকশিবিরকে। এই আবহে পঞ্চায়েতের টিকিট নিয়ে পোস্টার পড়ল হুগলির চুঁচুড়ার রাজহাট এলাকায়। ইঙ্গিতপূর্ণ ভাবে ওই পোস্টারে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পোস্টারে লেখা হয়েছে,'শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা খাওয়া নেতাদের পঞ্চায়েতের টিকিট দিলে বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়া হবে না।' আরও তাৎপর্যপূর্ণ হল, পোস্টার দেওয়া হয়েছে তৃণমূলেরই নামে! সোমবার সকালে চুঁচুড়ার রাজহাটের একাধিক জায়গায় এই পোস্টার দেখা যায়। পোস্টারের নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। আর বিজেপি বলছে, পুরোটাই শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল।
কী বলছেন বিধায়ক?
চুঁচুড়ার বিধায়কের কথায়, 'এটা বিজেপির চক্রান্ত। তৃণমূল যাঁরা করেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন। জীবনের চেয়েও বেশি ভালবাসেন। যাঁরা তৃণমূল করেন, তাঁরা সিম্বল ভালবাসেন। সিম্বল তো দেবে দল। এর সঙ্গে বিধায়কের কোনও সম্পর্ক নেই। তৃণমূলের কর্মীরা এত অবাধ্য, উচ্ছৃঙ্খল নয়। এই কাজ বিজেপির।' পাল্টা দিয়েছে বিজেপিও। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ অবশ্য বলেন, 'বিজেপি নিয়ে বিধায়কের ম্যানিয়া তৈরি হয়ে গেছে। নিজেদের গোষ্ঠীকোন্দল স্বীকার করতে চাইছেন না। বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে পাশ কাটাতে চাইছেন। এভাবে পাশ কাটানো যায় না। করে কম্মে খেয়েছেন। এখন দলের লোকেরাই আঙুল তুলছে।' নিয়োগ দুর্নীতিকাণ্ডে বলাগড়ের বহিষকৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর, এই অসিত মজুমদারের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বলেছিলেন, 'চুঁচুড়ার বিধায়কও এখানে কম যুক্ত নেই। তাঁরও অনেক রকমের অনেক কিছু পাওয়া যাচ্ছে। সেও অনেককে চাকরি দিয়েছে।' হুগলির বিজেপি সাংসদের এই অভিযোগ উড়িয়ে চুঁচুড়া আদালতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তবে গত ১২ মার্চ, অসিত মজুমদারের সম্পত্তি বৃদ্ধির উৎস জানতে চেয়ে পোস্টার পড়েছিল চুঁচুড়ার ঘড়ির মোড় এলাকায়। এক মাসের মধ্যে ফের পোস্টার পড়ল তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন:গাড়ি ঘিরে দু'দিক থেকে ২ জন চালায় গুলি, ২৫ সেকেন্ডের হাড়হিম করা অপারেশনে খুন কয়লা মাফিয়া