Singur Andolan Local: দ্বিতীয় দিন দেখা মিলল না কোনও বিক্ষোভকারীর, আন্দোলন লোকাল সিঙ্গুর থেকে রওনা দিল তারকেশ্বরে
Eastern Railway: তারকেশ্বর অবধি সম্প্রসারণ হওয়া সিঙ্গুর লোকাল (Singur Andolan Local) ট্রেনটিকে গতকাল আটকে বিক্ষোভ দেখানো হলেও আজ, বৃহস্পতিবার সিঙ্গুর স্টেশন এলাকায় দেখা মিলল না বিক্ষোভকারীদের।
সোমনাথ মিত্র, সিঙ্গুর: তারকেশ্বর অবধি সম্প্রসারণ হওয়া সিঙ্গুর লোকাল (Singur Andolan Local) ট্রেনটিকে গতকাল আটকে বিক্ষোভ দেখানো হলেও আজ, বৃহস্পতিবার সিঙ্গুর স্টেশন এলাকায় দেখা মিলল না বিক্ষোভকারীদের। পূর্ব রেলের ঘোষিত সময়সূচি অনুযায়ী আপ হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেনটি সিঙ্গুর স্টেশন ছেড়ে রওনা দিল তারকেশ্বরের দিকে।
গতকাল, বুধবার এই ট্রেনটিকে আটকে বছরের প্রথম দিনেই বিক্ষোভ ও প্রতিবাদে সামিল হন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম মুখ বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না সহ সিঙ্গুরের বেশ কিছু মানুষ। আজ সিঙ্গুর স্টেশন চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তা অবস্থা থাকলেও কোনও প্রকার বাধা ছাড়াই ট্রেনটি সিঙ্গুর স্টেশন ছেড়ে রওনা দিল তারকেশ্বর এর দিকে।
উল্লেখ্য দুটি সিঙ্গুর লোকাল ট্রেনের যাত্রা পথ তারকেশ্বর ও হরিপাল অবধি সম্প্রসারিত করার প্রতিবাদে বছরের প্রথম দিনেই বিক্ষোভে সামিল হন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না সহ সিঙ্গুরের মানুষদের একাংশ। মন্ত্রী গতকালই জানিয়েছিলেন এই দুটি ট্রেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলনের স্মৃতিস্বরূপ চালু করেছিলেন। এবং এই দুটি ট্রেন আন্দোলন লোকাল নামেই পরিচিত। তাই রেলের ইতিহাস থেকে কোনওমতেই এই ট্রেনকে মুছে দেওয়া যাবে না।
পুনরায় এই দুটি ট্রেনকে সিঙ্গুর থেকে ছাড়তে হবে এই দাবিতে গতকাল সকালে সম্প্রসারিত হওয়া হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেনকে আটকে বিক্ষোভে সামিল হন বেচারাম ও তাঁর অনুগামীরা। গতকাল সকালের ট্রেনটি সিঙ্গুর স্টেশনে প্রায় দেড় ঘণ্টা আটকে থাকার পর পুনরায় ট্রেনটি হাওড়ার উদ্দেশে ফিরে যায়। যদিও রাতের সিঙ্গুর লোকালটি যেটি হরিপাল অবধি সম্প্রসারিত করা হয়েছিল সেটি হরিপাল অবধি বিনা বাধায় যাত্রা করেছিল।
উল্লেখ্য, রেল তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে আন্দোলন জারি থাকবে বলে গতকালই মন্ত্রী জানিয়েছিলেন। কিন্তু আজ সেই অর্থে কোন বিক্ষোভকারীদের চোখে পড়ল না সিঙ্গুর স্টেশনে। সম্প্রসারিত হওয়া হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেনটি বিনা বাধায় সিঙ্গুর থেকে তারকেশ্বরের দিকে রওনা দেয়। যদিও এ বিষয়ে মন্ত্রী বেচারাম মান্নার প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
উল্লেখ্য পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দাস জানিয়েছেন, রেলের নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন যাতায়াত করবে।
আরও পড়ুন: ঘরে-বাইরে প্রতিপক্ষ ইংল্যান্ড, বাংলাদেশেও খেলতে যাবে টিম ইন্ডিয়া, ২০২৫ সালের পূর্ণাঙ্গ সূচি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।