(Source: ECI/ABP News/ABP Majha)
Jhargram: পণের দাবি নির্যাতন, বিয়ের ৪ মাসের মধ্যেই আত্মহত্যা গৃহবধূর
হবধূর পরিবারের অভিযোগ বিয়ের পর থেকে আরো পণের দাবিতে মেয়েকে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করা হত।
অমিতাভ রথ,ঝাড়গ্রাম: বিয়ের চার মাসের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ। যদিও মৃতার পরিবারের লোকজনদের= দাবি তাঁদের মেয়েকে খুন করে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এমনটাই শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা।
এই ঘটনাটি ঘটেছে বিনপুর থানার আঁধারিয়া গ্রামে। ধৃত স্বামীকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ওই গৃহবধূর নাম সুকন্যা সেনাপতি (২৭)। গৃহবধূর পরিবারের অভিযোগ বিয়ের পর থেকে আরো পণের দাবিতে মেয়েকে মানসিক এবং শারীরিক ভাবে অত্যাচার করা হত। মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বিনপুর থানায় স্বামী আকাশ মন্ডল, তাঁর বাবা শঙ্কর মন্ডল, মা আশালতা মন্ডল , দাদা বিকাশ মন্তল, জা তনুশ্রী মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
সেই ঘটনার তদন্তে নেমে গতকাল ধৃত আকাশ মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশের তরফে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।বাকি পরিবারের সদস্যরা পালাতক রয়েছে। ধৃতদের খোজে তদন্ত করছে পুলিশ।
অন্যদিকে,মোবাইলে অন লাইন গেমে আসক্ত হয়ে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবক । ঘটনাটি ঘটেছে গোঘাটের ধুলেপুর গ্রামের। রবিবার সকালে যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। পুলিশ জানিয়েছে মৃত এই যুবকের নাম শুভদীপ ঘোষাল (২১)। জানা গেছে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর শুভদীপ ভিন রাজ্যে কিছুদিনের জন্য কাজে চলে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফের চলেও আসেন। তাঁর বাবা কাশীনাথ ঘোষালের একটি ছোটখাটো স্টেশনারি দোকান আছে। আর্থিকভাবেও অনটনে ছিল পরিবারটি।
যদিও বাবার দোকানে বসতেন না, ব্যবসাও দেখতেন না শুভদীপ। পরিবারের দাবি শুভদীপ রাত জেগে মোবাইলে গেম খেলতেন আর দিনের বেলায় ঘুমাতেন। ঘর থেকেই বেরোতেন না। কোন কাজ কর্মও করতেন না। সারা দিন রাত শুধু মোবাইল নিয়েই বসে থাকতেন বলে জানান পরিবারের লোকজন।