Working in Office: অফিসে কাজ করতে গিয়ে একঘেয়েমি ? জানুন কীভাবে মনযোগ বাড়াবেন
Increase Concentration in Office Time: অফিসে কাজ করতে গিয়ে একঘেয়েমি ? তাহলে জেনে নিন কাজের সময় কীভাবে মনযোগ বাড়াবেন।
কলকাতাঃ অফিসে কাজ করতে গিয়ে একঘেয়েমি ? তাহলে জেনে নিন কাজের সময় কীভাবে মনযোগ বাড়াবেন (Increase Concentration in Office Time)। প্রধান একটানা ল্যাপটপে যদি কাজ থাকে, তাহলে মাঝে কিছুক্ষণের জন্য সিট ছেড়ে উঠুন।কাজের ক্ষতি না করে, স্বল্প বিরতি (Office Break) নিন। সহকর্মীদের সঙ্গে মন খুলে কথা বলুন। চোখে জলের ঝাপটা দিন। দেখবেন অনেকটা রিল্যাক্স লাগবে। তবে আরও অনেক পথ আছে, রইল অফিস টাইমে (Working in Office) মনযোগ বাড়ানোর সাত কাহন।
আরও পড়ুন, চুরিও করিনি, ডাকাতিও করিনি, সিবিআই ডাকলে আবার যাব: অনুব্রত
প্রসঙ্গত, রাজ্য তথা দেশে বেসরকারি অফিসগুলিতে লম্বা শিডিউলের কাজে অনেক সময় হাফিয়ে ওঠে অনেকেই। প্রথম এই কাজ যদি বোঝা হয়ে দাঁড়ায়, তাহলে মনযোগ তো দূর, মানসিক কষ্ট বাড়বে। সবার আগে শৃঙ্খলাবদ্ধ হন। প্ল্যান করুন, কাজ সময়ের আগে গুছিয়ে রাখার চেষ্টার করুন। তাতে অনেক হালকা লাগবে। আপনার কাজ যদি সময়ের মধ্যে করে উঠতে পারেন, তাতে আপনার কাজে ভালোলাগা আসবে। এবং আপনি কাজের প্রতি উৎসাহিত বোধ করবেন। মনযোগ আসতে বাধ্য। কাজের সময় এমন কিছু খুঁজুন, যে কাজ আপনাকে আরও বেশি উন্নত করবে। যে কোনও কাজে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন, তাহলে সময়ের সঙ্গে আরও বেশি আত্মবিশ্বাসী হবে। আপডেট থাকলেই ভালোলাগা বাড়বে। কাজে ক্লান্তি কমবে, আপনার অফিস এবং অফিসের বাইরে সবসময়ই আপনি ভাল সময় কাটাবেন। অফিস টাইমে ঘনঘন ব্ল্যাক কফি খাবেন না। তাতে অ্যাসিডিটি বাড়বে। লেমন টি খান। টিফিনে হালকা খাবার খান। খাবার ভাল খেলে, শরীর ভাল থাকলে স্বাভাবিকভাবেই আপনার অফিস টাইমে মনোযোগ বাড়বে।
অফিসের সহকর্মীদের সঙ্গে মন খুলে কথা বলুন। পছন্দের মুহূর্তের ছবি তুলুন তাঁদের সঙ্গে। সবাইকে নিয়ে থাকুন। আপনার পজিটিভ ভাইভস অবশ্যই মূল্য পাবে। অফিসের আবহাওয়াও ভালো থাকবে। একসঙ্গে টিম ওয়ার্কে থাকুন, কাজে আপনার সাফল্যের সঙ্গে সবার সাফল্য থাকবে। স্মাইলি ইমোজির বদলে সুযোগ পেলে হাসুন। কিছু মনে পড়লেও হাসুন। কারণ লাগবে না। মানসিকভাবে আরও শান্তি পাবেন। কাজে মন ফিরবে। পারলে ছুটি পেলে সহ কর্মীদের সঙ্গে ঘুরে আসুন। সিনেমা দেখুন, খেলার মাঠে যান। তাহলে অনেক বেশি ফ্রি লাগবে। একটানা কাজ করতে হবে না। মাঝে বিরতি নিন। জানলার সামনে দাঁড়ান। এসির বাইরে বেরিয়ে তাজা হাওয়া মুখে লাগান। তাতে আরও কাজে মন বসবে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )