Howrah Murder : প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় ব্যবসায়ীকে কুপিয়ে খুন হাওড়ায়
Howrah Crime News : মৃতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে এলাকায় মদের আসর বসিয়েছিল কয়েকজন। রবি রাই তাঁর প্রতিবাদ করেন। অভিযোগ তারপরেই তাঁর ওপর ঝাপিয়ে পড়ে দুষ্কৃতীরা।
সুনীত হালদার, হাওড়া : হাওড়ার (Howrah) সাঁকরাইলে (Sankrail) ব্যবসায়ীকে কুপিয়ে খুন (Businessman Killed)। রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার মৃতদেহ। মদের আসর বসানোর প্রতিবাদ করায় খুন ? প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় খুন, অভিযোগ নিহতের আত্মীয়দের। খুনের নেপথ্যে পুরনো কোনও শত্রুতা, খতিয়ে দেখছে পুলিশ (Police)। ইতিমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ।
রক্তাক্ত দেহ দেখে চাঞ্চল্য এলাকায়
গলির রাস্তায় পড়ে রক্তাক্ত-ক্ষতবিক্ষত মৃতদেহ। চারিপাশে চাপ চাপ রক্ত। শুক্রবার ভোরে নৃশংস এই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন হাওড়ার সাঁকরাইলের নেপালি পাড়ার বাসিন্দারা। বেলা যত গড়িয়েছে, স্থানীয় এক বাসিন্দাকে কুপিয়ে খুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃত বছর চল্লিশের পোশাক ব্যবসায়ী রবি রাই এই নেপালি পাড়ারই বাসিন্দা। এদিন ভোরে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
প্রকাশ্যে মদ্যপানের বিরোধীতা করায় খুন !
মৃতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে এলাকায় মদের আসর বসিয়েছিল কয়েকজন। রবি রাই তাঁর প্রতিবাদ করেন। অভিযোগ তারপরেই তাঁর ওপর ঝাপিয়ে পড়ে দুষ্কৃতীরা। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
কী জানাচ্ছে পুলিশ
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এই ব্যক্তিকে। এদিন ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। সংগ্রহ করা হয় এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV Camera Footage)। ইতিমধ্যেই শিবা ছেত্রী, শত্রুঘ্ন রাজা নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় গভীর রাত পর্যন্ত মদের দোকান খোলা থাকে। এমনকি বেআইনিভাবে বিক্রি হয় চোলাই। যার জেরে যাতায়াতের সময় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যদিও সাঁকরাইল থানার অন্তর্গত নাজিরগঞ্জ আউটপোস্টের তরফে দাবি, মাঝেমধ্যেই এই এলাকায় অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত করা হয় বেআইনি মদ। মদ খাওয়া নিয়ে বচসার জেরেই খুন ? না নেপথ্যে পুরনো কোনও শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে গ্রেফতার আরও ১। রাঁচি থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বাগনান পুলিশ। রিয়া কুমারী খুনে অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার মোহিত কুমার। ধৃতকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ উলুবেড়িয়া আদালতের। অভিনেত্রী রিয়া কুমারী খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজে পুলিশ। বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে আগেই গ্রেফতার নিহতের স্বামী, দেওর।
আরও পড়ুন- হাওড়া - NJP র পর, এবার বন্দে ভারত ছুটবে পুরী অবধি ?