Howrah News : নবান্নর কাছে বিকট শব্দে উল্টে গেল কন্টেনার ! বন্ধ দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার রাস্তা
দীর্ঘক্ষণ আটকে রয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার রাস্তা। অসুবিধার মুখে পড়েছেন বহু নিত্যযাত্রী।

সুনীত হালদার, আবির দত্ত, কলকাতা : হাওড়া থেকে কলকাতা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ সকাল সকাল। সাতসকালে নবান্নের কাছে কন্টেনার উল্টে বিপত্তি। আর তার জেরেই দীর্ঘক্ষণ আটকে রয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার রাস্তা। অসুবিধার মুখে পড়েছেন বহু নিত্যযাত্রী।
মঙ্গলবার সকালেরই রাস্তার ওপর আড়াআড়িভাবে উল্টে পড়ায় একটি কন্টেনার। এমন ভাবে গাড়িটি রাস্তা আটকে দেয়, যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগের শিকার হন স্কুলপড়ুয়া থেকে অফিস যাত্রীরা। ভোরে শিবপুর মন্দিরতলা থেকে কলকাতা যাওয়ার লেনে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি উল্টে যায়। এর ফলে যে অ্যাপ্রোচ রোড দিয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরতে হয়, তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ক্রেনের সাহায্যে কন্টেনার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে শিবপুর থানার পুুলিশ।
হাওড়া থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতায় যায় যে বাসগুলি , তার অনেকগুলিই মন্দিরতলা হয়ে ফ্লাইওভার ধরে । সেইসঙ্গে বিভিন্ন স্কুলের বাসও মন্দিরতলা হয়েই দ্বিতীয় হুগলি সেতুতে ওঠে। ফলে এই সবকটি গাড়িই সমস্যায় পড়ে। স্কুলে পৌঁছতে দেরি হয়ে যাওয়ার আশঙ্কায় চিন্তার ভাঁজ পড়ে স্কুল পড়ুয়াদের কপালেও। তবে বাসগুলি বিকল্প পথে আপাতত দ্বিতীয় হুগলি সেতুতে উঠছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
