Howrah Train News: হাওড়ায় ফের বাতিল বেশ কিছু ট্রেন, রাম নবমীর দিনেই যাত্রী ভোগান্তির আশঙ্কা?
নিম্নলিখিত ট্রেনগুলিকে নিম্নোক্তমতো নিয়ন্ত্রণ করা হবে

হাওড়া ডিভিসনের হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ওভারহেড ইক্যুয়িপমেন্ট, ট্র্যাক এবং এস অ্যান্ড টি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য, ০৬.০৪.২০২৫ তারিখ (রবিবার) দিনের বেলায় ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে।
ফলস্বরূপ, নিম্নলিখিত ট্রেনগুলিকে নিম্নোক্তমতো নিয়ন্ত্রণ করা হবে: বাতিল (০৬.০৪.২০২৫ তারিখ) হাওড়া থেকে ৩৬০৩৩ ও ৩৬৮২৫। চন্দনপুর থেকে ৩৬০৩৪। বর্ধমান থেকে ৩৬৮৩৪। ডানকুনি থেকে ৩২২২৮ ও ৩২২৩২। শিয়ালদহ থেকে ৩২২২৭ ও ৩২২৩১। নিয়ন্ত্রণ (০৬.০৪.২০২৫ তারিখ): ১২৫০৪ আগরতলা-এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস পথিমধ্যে ৫০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে। বিশেষ দ্রষ্টব্য: ব্লক চলাকালীন কোনও স্পেশাল অথবা দেরিতে চলা ট্রেন ও সদ্য প্রবর্তিত ট্রেন/পার্সেল ট্রেন/টিওডি, যদি থাকে, প্রয়োজন অনুসারে সেটির পথ পরিবর্তন/নিয়ন্ত্রণ করা হবে।
পূর্ব রেলওয়ের তরফে জানান হয়, যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ঘোষণা শুনতে অনুরোধ করা হচ্ছে। অসুবিধার জন্য দুঃখিত।
এদিকে, রামনবমীতে অশান্তি এড়াতে শহর থেকে জেলায় কড়া নজরদারি পুলিশের। রাজ্যের ১০টি পুলিশ জেলা ও কমিশনারেটকে সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে। এইসব এলাকার দায়িত্বে রয়েছে ২৯ জন IPS অফিসার। ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এইসব এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাঁরা। ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত রাজ্য পুলিশের সব কর্মী ও অফিসারের ছুটি বাতিল করা হয়েছে।
কোনও রকম সংঘর্ষ এড়াতে ইন্টালিজেন্স ইনপুটের দিকেও সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। রাজ্য পুলিশের সঙ্গে প্রচুর কলকাতা পুলিশও মোতায়েন করছে লালবাজার। কলকাতায় ছোট বড় মিলিয়ে ৫৯টি রামনবমীর শোভাযাত্রা বেরোবে যারমধ্যে পাঁচটি বড় মিছিল। সেখানে বাড়তি নজরদারি থাকছে। এন্টালি, পিকনিক গার্ডেন, কাশিপুর, হেস্টিংস ও সেন্ট্রাল অ্যাভিনিউতে বড় মিছিলের রুটে কোনও পরিবর্তন হবে না। মিছিলের আগে ও পরে থাকবে পুলিশ বাহিনী। বহুতল থেকে নজরদারি চলবে। ব্যবহার করা হবে ড্রোন। শহরের বিভিন্ন এলাকায় পুলিশ পিকেট থাকবে। ছোট ছোট গলিতে বাইকে নজরদারি চালাবে পুলিশ। অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না।
নির্ধারিত রুট ও অনুমতি ছাড়া কেউ মিছিল করলে আইনি পদক্ষেপ করবে লালবাজার। CCTV-র নজরদারি ছাড়াও বড় মিছিলে লাইভ স্ক্রিনিং নজরদারি চালাতে লাইভইউ ব্যবহার করবে লালবাজার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
