Howrah Fire Update: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হওড়ার মঙ্গলাহাট, তদন্ত শুরু করল CID
Mongla Haat Fire: বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে মঙ্গলাহাটে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় হাটের হাজারখানেক দোকান।
হাওড়া: মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করল সিআইডি (CID)। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করলেন রাজ্য় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। কীভাবে আগুন লাগল? খতিয়ে দেখা হচ্ছে, ঘটনাস্থল পরিদর্শনের পর জানালেন তদন্তকারীরা।
তদন্ত শুরু করল সিআইডি: বিধ্বংসী আগুনে গতকাল ভস্মীভূত হয়ে গিয়েছে হওড়ার মঙ্গলাহাট। পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে গতকাল কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এরপরই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে মঙ্গলাহাটে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় হাটের হাজারখানেক দোকান। ঘিঞ্জি এলাকা হওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে। বাড়ির বাইরে বেরিয়ে আসেন তাঁরা। আসেন ব্যবসায়ীরাও। আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। আগুন লাগার খবর পেয়ে আসে দমকলের ২০টি ইঞ্জিন। আসেন দমকলমন্ত্রী। প্রায় ৬ ঘণ্টা পর সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এদিকে রাতের অন্ধকারে ভস্মীভূত হয়ে গেল এশিয়ার বৃহত্তম, হওড়ার মঙ্গলাহাট। আবার পথে বসলেন হাজার হাজার ব্যবসায়ী।অনিশ্চয়তার মুখোমুখি অসংখ্য পরিবার। কিন্তু কীভাবে আগুন লাগল মঙ্গলাহাটে? দুর্ঘটনা না কি চক্রান্ত?চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, হাটের মালিক শান্তিরঞ্জন দে ছোট দোকানগুলি ভেঙে বহুতল তৈরি করতে চাইছিলেন। তা করতে না পারায়, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।শুধু তাই নয়, ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডের আগে বিভিন্ন জায়গায় কেরোসিন তেল ঢালা হয়েছিল।
যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মালিকের দাবি,ব্যবসায়ীদের সব অভিযোগ ভিত্তিহীন। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলেই স্পষ্ট হয়ে যাবে কী করে আগুন লেগেছে।বিজেপি অভিযোগ করেছে, তোলাবাজি নিয়ে বিবাদের কারণেই এই ঘটনা। এর আগে ১৯৮৭ সালে বিধ্বংসী আগুন লাগে মঙ্গলাহাটে। তখনও ব্যবসায়ীরা ষড়যতন্ত্রের অভিযোগ তোলেন। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, নমুনা পরীক্ষার পরই স্পষ্ট হবে আগুন লাগার কারণ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: NRS Fire: NRS হাসপাতালে আগুন আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন