Howrah News: হাওড়ার স্কুলে মিড ডে মিল রান্নার সময় আগুন, ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষিকা
Howrah Mid Day Meal News: লিলুয়া ভট্টনগর ঘুঘুপাড়া দিবাকর ভট্ট.এস.আর সারাদামনি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল এর রান্না চালু করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লাগে।
সুনীত হালদার, হাওড়া: হাওড়ার লিলুয়া ভট্টনগর ঘুঘুপাড়ার দিবাকর ভট্ট এস আর সারদামণি প্রাথমিক বিদ্যালয়ে গ্যাস সিলিন্ডারের পাই লিক করে আগুন। গুরুতর আহত প্রধান শিক্ষিকা ও সহকারি শিক্ষিকা। তাদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, প্রার্থনা শেষ হওয়ার পর চা বানাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো হয়। পরে দমকল এসে গ্যাস সিলিন্ডারটি বাইরে বের করে দেয়। সেই সময় পড়ুয়ারা সবেমাত্র স্কুলে আসছিল। দুর্ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এর জেরে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।
ঠিক কী ঘটেছে?
লিলুয়া ভট্টনগর ঘুঘুপাড়া দিবাকর ভট্ট.এস.আর সারাদামনি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল এর রান্না চালু করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লাগে। গুরুতর আহত হয় প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং আসিস্টেন্ট শিক্ষিকা ইমলি সাহা ব্রহ্ম। এলাকার মানুষের তৎপরতায় আগুন নিভিয়ে দেওয়া হয়। এরপর দমকল এসে গ্যাস সিলিন্ডারটি বাইরে করে দেয়।
আহত শিক্ষিকাদের কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সাধারণ মানুষের বক্তব্য সেই সময় বিদ্যালয়ে কোনো ছাত্র ছাত্রী ওই ঘরে ছিল না। স্থানীয়রা বলেন বিদ্যালয় এর প্রার্থনা শেষ হবার পরেই চা বানাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার ওসি দেবাশিস পাহাড়ি। তিনি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন এবং মিড ডে মিলের ঘরটিতে তালা বন্ধ করে দেন।
আরও পড়ুন, আজ থেকেই আবহাওয়ায় বদল? দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া-বৃষ্টির পূর্বাভাস
উল্লেখ্য, বেশ কিছু দিন আগে পর পর অগ্নিকাণ্ড ঘটেছিল শহরে। অ্যাক্রোপলিশ মল থেকে গার্স্টিন প্লেস, পার্ক স্ট্রিট, বড়বাজার-পরপর আগুন লেগেছিল শহরের বড় বড় বিল্ডিংগুলিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে