Howrah News: আর্ট কলেজ থেকে পাশ করা গৌরবের তৈরি দুর্গামূর্তি পাড়ি দিচ্ছে লন্ডন
Goddess Durga Idol: বিগত কয়েক বছর ধরে কলকাতার বেলগাছিয়া, যাদবপুর, রাজডাঙা, খিদিরপুরের একাধিক বড় পুজোর মন্দিরের থিম এবং প্রতিমা তাঁর হাতেই গড়ে উঠেছে।
সুনীত হালদার, হাওড়া: করোনাকালে সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছিল। পরিস্থিতি খানিকটা স্তিমিত হতেই ব্যস্ততা বেড়েছে কুমোরটুলিতে। গঙ্গার এই পাড়ের পটচিত্রও বদলাতে শুরু করেছে। এ বার স্থানীয় শিল্পীর তৈরি দুর্গামূর্তি সুদূর লন্ডন (Durga Puja in London) পাড়ি দিতে চলেছে (Goddess Durga Idol)। সাঁতরাগাছির (Santragachi News) স্টুডিওতে তাই এখন চরম ব্যস্ত শিল্পী গৌরব পাল এবং তাঁর সহযোগীরা। রাত জেগে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ সারছেন। আগামী ১৫ মে লন্ডনের উদ্দেশে রওনা দেবে ওই দুর্গা প্রতিমা।
কয়েক যুগ ধরে প্রতিমা তৈরিতে নিয়োজিত গৌতমের পরিবার
হাওড়ার (Howrah News) সাঁতরাগাছির গভর্নমেন্ট কলোনি এলাকায় দীর্ঘ দিন ধরেই প্রতিমা তৈরির কাজ করেন শিল্পী গৌরব। এটি তাঁদের পৈতৃক ব্যবসা। বাবা প্রভাত পালও প্রবীণ মৃৎশিল্পী। বাবার হাত ধরেই মৃৎশিল্পের কাজ শেখা গৌরবের। পাশাপাশি ২০০৯ সালে গৌরব গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ভাস্কর্য এবং মূর্তি নির্মাণে স্নাতকও হন। কলেজ থেকে বেরনোর পর মৃৎশিল্পেই নিজেকে নিয়োজিত করেন তিনি।
বিগত কয়েক বছর ধরে কলকাতার বেলগাছিয়া, যাদবপুর, রাজডাঙা, খিদিরপুরের একাধিক বড় পুজোর মন্দিরের থিম এবং প্রতিমা তাঁর হাতেই গড়ে উঠেছে। কলকাতার পাশাপাশি হাওড়ার একাধিক নামী পুজোর প্রতিমা তৈরির দায়িত্বও সামলে চলেছেন। পুজোর সময় প্রতি বছর অন্তত ২০টি মূর্তি তৈরি একেবারে ধরাবাঁধা তাঁর। কিন্তু করোনাকালে গত দু’বছর সেরকম কাজ পাননি।
কিন্তু এ বছর ফের পুরনো ছন্দে ফিরছেন গৌরব। তিনি জানিয়েছেন, লন্ডনের একিট বাঙালি ক্লাব ‘আড্ডা’ সরাসরি তাঁকে প্রতিমা তৈরি বরাত দিয়েছে। সেই মতো মার্চ মাসের প্রথম সপ্তাহে পাঁচ সহযোগীকে নিয়ে কাজে হাত দেন তিনি। প্রথমে তিন রকমের স্কেচ তৈরি করে পাঠান লন্ডনে। তার মধ্যে একটিতে অনুমোদন দেন পুজোর আয়োজকরা। তার পর তৈরি হয় মূর্তি তৈরির কাজ।
স্কেচ অনুযায়ী, ১০ ফুট লম্বা, ১২ ফুট চওড়া প্রতিমার খড়ে কাঠামো তৈরি করা হয় প্রথমে। তার উপর বসানো হয় মাটির প্রলেপ। মাটির প্রলেপের উপর প্লাস্টার অফ প্যারিস বসিয়ে প্রতিমার ছাঁচ তৈরি করেন গৌরব। ওই ছঁচে ফাইবার ঢেলে তৈরি হয় দুর্গা প্রতিমা।
এই মুহূর্তে রাত জেগে কাজ করছেন গৌরব এবং তাঁর সহযোগীরা। দ্রুত কাজ শেষ করাই লক্ষ্য তাঁদের। গৌরব জানিয়েছেন, ১৫ জুন লন্ডনের উদ্দেশে পাড়ি দেবে তাঁর তৈরি দুর্গা প্রতিমা। আয়োজক বাঙালি ক্লাবই প্রতিমা নিয়ে যাচ্ছে। কতদূর কাজ এগিয়েছে, নিয়মিত ফোনে তার খোঁজও নেন আয়োজকরা।
আগে কানাডায় মূর্তি পাঠিয়েছেন গৌরব
লন্ডনে নিজের তৈরি শিল্পকর্ম পাঠাতে পেরে উচ্ছসিত গৌরব। তিনি জানিয়েছেন, রাতদিন এক করে কাজ করে চলেছেন তাঁরা সকলে। প্রতিমাটি আয়োজকদের পছন্দ হলেই পরিশ্রম সার্থক। এর আগে গৌরবের তৈরি দুর্গা প্রতিমা কানাডায় গিয়েছিল।