Ram Mandir: ২২শে মোদির ডাকে ঘরে ঘরে জ্বলবে দীপ, হঠাৎ আশার আলো বাংলার মৃৎশিল্পীদের ঘরে
PM Modi, Ram Mandir: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক বাড়িতে এবং মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালানোর কথা বলেছেন। আর এতেই এখানে অকাল দীপাবলির পরিস্থিতি তৈরি হয়েছে।
সুনীত হালদার, হাওড়া: তিনদিন পরেই অযোধ্যার (Ayodhya) রাম মন্দিরে (Ram Mandir) রাম লালার (Ram Lalla) প্রাণ প্রতিষ্ঠা। আগামী সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন ওই দিন যেন ঘরে ঘরে ৫টি করে প্রদীপ জ্বালানো হয়। আর এতেই লাভের মুখ দেখছেন পিলখানার ভাঁড় পট্টির মৃৎশিল্পীরা।
প্রতি বছর দেওয়ালির আগে নাওয়া খাওয়ার সময় পান না পিলখানার ভাঁড় পট্টির মৃৎশিল্পীরা। তারা ভোরবেলা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত টানা কাজ করেন। ওই এলাকায় প্রায় ২৫ ঘর মৃৎশিল্পী বাস করেন। যারা সারা বছর চায়ের দোকানের ভাঁড় তৈরি করে জীবিকা নির্বাহ করলেও দীপাবলির আগে তার মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। এতে ঘরের মহিলারা বাড়তি কিছু আয় করেন যা তারা উৎসবে সংসারে খরচ করেন।
আগামী সোমবার অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক বাড়িতে এবং মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালানোর কথা বলেছেন। আর এতেই এখানে অকাল দীপাবলির পরিস্থিতি তৈরি হয়েছে। ভাঁড় তৈরির পাশাপাশি বাড়ির মহিলারা সংসারের কাজ মিটিয়ে প্রদীপ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। বাজারের পাইকারি বিক্রেতারা এসে অর্ডারও দিয়ে যাচ্ছেন তাঁদের।
এই মহিলাদের হাতে তৈরি প্রদীপ চলে যাচ্ছে হাওড়ার বিভিন্ন বাজার ছাড়াও কলকাতার বড়বাজারে। সেখান থেকে প্রদীপ ছড়িয়ে পড়ছে শহরের আনাচে-কানাচে। বাড়তি আয় করতে পেরে খুশি কমলা প্রজাপতি, পূজা প্রজাপতির মতো মৃৎশিল্পী মহিলারা। তাঁরা জানাচ্ছেন প্রধানমন্ত্রীর ডাকে তাঁদের প্রদীপের অর্ডার বেড়েছে। এমনকি দীপাবলির সময় যেসব প্রদীপ বিক্রি হয়নি ঘরেতেই পড়েছিল সেগুলোও এই সুযোগে বিক্রি হয়ে গেছে। হঠাৎ বাড়তি লাভে খুশি তাঁরা।
আরও পড়ুন, উদ্বোধনের বাকি ৪ দিন, আজই গর্ভগৃহে বিরাজমান হবেন রামলালার স্থাপত্য মূর্তি
এদিকে, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তার আগে সব পথ গিয়ে মিশছে অযোধ্যায়। জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন ভক্তরা। গেরুয়া ঝান্ডা নিয়ে, রামের নামে স্লোগান দিতে দিতে যাচ্ছেন অযোধ্যায়।
উদ্বোধনের বাকি ৪ দিন। অযোধ্যার রাম জন্মভূমি কমপ্লেক্সে এল রামলালার স্থাপত্য মূর্তি। আজই গর্ভগৃহে হবেন বিরাজমান। ২৪ বিধিতে হবে পুজো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যার পথে পুণ্যার্থীরা। গেরুয়া ঝান্ডা নিয়ে, রামের নামে স্লোগান দিতে দিতে যাচ্ছেন অযোধ্যায়।