Howrah-Puri Vande Bharat : আজ চাকা গড়াল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের
Vande Bharat Train: গত বৃহস্পতিবার ভার্চুয়ালি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
সুনীত হালদার, হাওড়া : চাকা গড়াল হাওড়া-পুরী বন্দে ভারত ( Howrah Puri Vande Bharat ) এক্সপ্রেসের। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এ রাজ্যের দ্বিতীয় সেমি হাইস্পিড ট্রেন। সাঁতরাগাছি স্টেশনে ( Santragachi ) হাততালি দিয়ে স্বাগত জানান যাত্রীরা।
গত বৃহস্পতিবার ভার্চুয়ালি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi ) । পুরীতে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাড়ে ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছবে বন্দে ভারত। খড়গপুর স্টেশনে ট্রেনে উঠে চালক ও যাত্রীদের অভিনন্দন জানান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। যাত্রীদের সঙ্গে সেলফিও তোলেন।
আরও পড়ুন :
রোজ খাবার প্যাক করছেন অ্যালমিনিয়াম ফয়েলে ? কতটা ক্ষতি জানেন?
বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে প্রথম দাঁড়াবে খড়গপুরে। তারপর বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোডে দাঁড়াবে বন্দে ভারত। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ ১ হাজার ২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৪২০ টাকা।
আরও পড়ুন :
হাইপারটেনশন থেকে হতে পারে চোখের ভয়ঙ্কর রোগ, হারাতে পারেন দৃষ্টিও !
বৃহস্পতিবার সন্ধে নাগাদ, আগামী রবিবার পর্যন্ত হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সমস্ত ১১২৮ টি আসনের টিকিট বুক করা হয়েছে বলে জানা গিয়েছে।
কথায় বলে, বাঙালির পায়ের তলায় সরষে। তাই, বেশি দিন স্থির হয়ে থাকতে পারে না। সময়-সুযোগ পেলেই বেরিয়ে পড়তে ভালবাসে। আর ছোট্ট ছুটি মানেই দীপুদা অর্থাৎ দিঘা -পুরী - দার্জিলিং। নিউ জলপাইগুড়ি অবধি বন্দেভারত পরিষেবা আগেই চালু হয়ে গিয়েছে। সাড়াও মিলছে ব্যাপক। এবার ডেস্টিনেশন নীলাচল। মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে সৈকত শহরে। সমুদ্রকে সাক্ষী রেখে একই দিনে ফিরেও আসা যাবে! বাঙালি পর্যটকদের উৎসাহ তাই তুঙ্গে।