Howrah Biryani Clash: বিরিয়ানি কেনা নিয়ে হাওড়ায় ধুন্ধুমার! নামল র্যাফ, পুলিশে পুলিশে ছয়লাফ
Biriyani Clash: গতরাতে সে নিয়ে এলাকায় বোমাবাজিও হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ, নামানো হয়েছে র্যাফ, এলাকা আজও থমথমে

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার টিকিয়াপাড়ায় ধুন্ধুমার। বিরিয়ানি কেনা নিয়ে ২ দলের বচসা থেকে মারপিট, মুড়ি মুড়কির মতো পড়েছে বোমা, অবাধে চলছে ভাঙচুর, কাচের মদের বোতল, ইট পড়ে এলাকায়।
গতরাতে সে নিয়ে এলাকায় বোমাবাজিও হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ, নামানো হয়েছে র্যাফ, এলাকা আজও থমথমে। মারপিটের অভিযোগ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাওড়ার বেলিলিয়াস রোডে প্রচুর বিরিয়ানির দোকান রয়েছে। স্থানীয় সূত্রে খবর, বিরিয়ানি কেনা নিয়েই ঝামেলার সূত্রপাত। এরপরই আচমকাই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ইট ছোড়াছুড়ি থেকে বোমাবাজি কিছুই বাদ গেল না।
বেলিলিয়াস রোডে ওই দোকানে বিরিয়ানি কিনতে যান আমির জিয়াউল ও মহম্মদ শাহাবাজ নামে ২ যুবক। স্থানীয়দের অভিযোগ, মত্ত অবস্থায় ছিলেন তাঁরা। বিরিয়ানি কেনার পর লাগে ঝামেলা। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে এলাকায় হামলা চালায় ওই দুজন।
বোমাবাজি ও ভাঙচুরের ঘটনায় আমির জিয়াউল ও মহম্মদ শাহাবাজ নামে ২ যুবককে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। মারধর, খুনের চেষ্টা, বিস্ফোরক আইন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়।
বেশ কিছুদিন আগে নিউটাউনে এমন ঘটনা ঘটেছিল। বাকিতে বিরিয়ানি না দেওয়ায় দোকান মালিককে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ দোকান মালিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছিল।
নিউটাউনের সাপুরজিতে টাকা না দিয়ে ১০ প্লেট বিরিয়ানি দাবি। বাকিতে বিরিয়ানি না দেওয়ায় হুমকি, পরে দোকান ভাঙচুরের অভিযোগ অজয় সর্দারের বিরুদ্ধে। মালিক রূপম বিশ্বাস দোকানে এলে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের হয়েছিল, তদন্তে পুলিশ।





















