HS Exam Date 2023: আগামী বছর কবে থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু? ঘোষণা হল দিন
আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন-
কলকাতা: আজ প্রকাশিত হল এই বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল। সকাল এগারোটায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য প্রথম দশের মেধাতালিকা (WB HS Merit List) ঘোষণা করেন। তারইসঙ্গে আগামী বছর কবে থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা, কবেই বা শেষ হবে, তাও ঘোষণা করেন।
আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন-
এদিন সকাল এগারোটায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দিলেন যে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১৪ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৭ মার্চ। এর আগে, করোনাকালে ২০২০ সালে শুরু হয়েও মাঝপথে স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক। করোনা আবহে ২০২১-এ পরীক্ষাই হয়নি। এই বছর পরীক্ষা হলেও, এই প্রথম বার নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এ বার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। এ বারে ৮ লক্ষের বেশি পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
আরও পড়ুন - WB HS Results 2022: এবছর উচ্চ মাধ্যমিকে কত শতাংশ ছাত্রছাত্রী পাস করল?
মাধ্যমিকের ফল প্রকাশের দিনই স্কুল থেকে মার্কশিট পেয়েছে পরীক্ষার্থীরা। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার প্রায় ১০ দিন পর, ২০ জুন পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের স্বার্থে নির্ধারিত সময়ের আগে এবার ফল প্রকাশ করা হচ্ছে। প্রায় সাড়ে ৭ লক্ষ পরীক্ষার্থীর মার্কশিট ছাপানো সময়সাপেক্ষ ব্যাপার। সে ক্ষেত্রে এবিপি আনন্দর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে মার্কশিট। ডাউনলোড করা ওই মার্কশিট দেখিয়ে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা।
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৭,২০, ৮৬২ জন। যত সংখ্যক ছাত্রছাত্রী এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নিজের নাম নথিভূক্ত করেছিল। তাদের মধ্যে ৯৬.৮ শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। এ বছর পাশ করেছে ৬,৩৬,৮৭৫ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ২ মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি।
Education Loan Information:
Calculate Education Loan EMI