Abhishek Banerjee: '১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব', কী 'প্রায়শ্চিত্ত' করার কথা বললেন অভিষেক ?
Abhishek Attacks BJP Govt: জাতীয় দলের তকমা গিয়েছে তৃণমূলের। ঠিক এমনই এক পরিস্থিতিতে বাঁকুড়ার ওন্দার সভায় ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী বললেন তিনি ?
ওন্দা, বাঁকুড়া: দোরগড়ায় পঞ্চায়েত ভোট (Panchayat Poll)। পাশাপাশি, পাখির চোখ দিল্লি (Delhi)। তবে ২০২৪-এর লোকসভা ভোটের (LokSabha Election 2024) আগে পঞ্চায়েত ভোটকে সেমিফাইনাল হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। যদিও পরিসংখ্যান বলে একুশের বিধানসভা, কলকাতা পুরসভা-সহ একের পর এক উপনির্বাচন যেভাবে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল, সেই দিক থেকে এবার দিল্লির মসনদই বড় লক্ষ্য। তবে পঞ্চায়েত ভোটের আগে, ভোটের ভরা জোয়ারে শাসকদলের সংসারে, তাল কেটেছে শুধুই সাগরদিঘি উপনির্বাচন। পাশাপাশি বড় ছাপ ফেলে গিয়েছে, অন্য একটা ইস্যু। তা হল, জাতীয় দলের তকমা গিয়েছে তৃণমূলের। ঠিক এমনই এক পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে এদিন বাঁকুড়ার ওন্দার সভায় ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, '১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব'।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই কৃষি ইস্যুতে মমতার সরকারের বিরুদ্ধে কৃষকদের বঞ্চনা ইস্যু সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তোপ দেগেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিন অভিষেক বলেন, '১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব দিল্লির কৃষি মন্ত্রকের সামনে গিয়ে বসব।' মূলত রাজনৈতিক দলগুলিও পঞ্চায়েত থেকেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই প্রেক্ষাপটে ফের গ্রামের লড়াইকে দিল্লি নিয়ে যাওয়ার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, '১ মাস পর ৫০ হাজার লোক নিয়ে, ১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব। ক্ষমতা থাকলে আটকাক। প্রধানমন্ত্রী আর গ্রামোন্নয়ন মন্ত্রীর দফতরে পৌঁছে দেব। ক্ষমতা থাকলে ফেলুক।'
তবে বাঁকুড়াবাসীকে কীসের প্রায়শ্চিত্ত করতে পরামর্শ অভিষেকের ? এদিন অভিষেক বলেন,'২০১৯ ও ২০২১-এ বিজেপিকে ভোট দিয়ে বাঁকুড়ার মানুষ পাপ করেছে। সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। যাঁরা আচ্ছে দিনের স্বপ্ন নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাঁরা কি আচ্ছে দিন পেয়েছেন?' এদিন একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রচার সভায় অমিত শাহ-র কথা মনে করালেন তিনি। জল প্রকল্পের ইস্যু এর আগেও উঠেছে বহুবার, এবার আরও একবার নিশানা করলেন অভিষেক।
আরও পড়ুন, 'মমতার সরকারে দুর্নীতি অসুখে পরিণত হয়েছে', নিশানা অমিত মালব্যর
এদিন অভিষেক বলেন, 'আমাদের চোখে কারও দুর্নীতি ধরা পড়লে ঘাড়ধাক্কা দিয়ে দল থেকে বের করেছি। আর বিজেপি যাঁরা দুর্নীতি করে তাঁদের মাথায় করে রাখে।'এরপরেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বেনজির আক্রমণ অভিষেকের। তিনি বলেন, 'যে ঘরের লক্ষ্মীকে রাখতে পারে না, সে আবার লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করছেন।'পাল্টা এদিন সৌমিত্র খাঁ বলেন, আমরা এরকম ঘরের লক্ষ্মী চাই না, যারা কয়লার টাকা খায়। এই ইস্যুতে তিনি এদিন রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম নেন। তোলেন কয়লাপচারকাণ্ডে টাকা অ্যাকাউন্টে ঢোকার ইস্যু। এনিয়ে পাল্টা জবাব চাইলেন এদিন তিনি।