IIM Incident: IIM জোকাকাণ্ডে সক্রিয় রাজ্য মহিলা কমিশন, সন্দিহান NCW
kolkata News: জোকায় IIM কলকাতায় ধর্ষণের অভিযোগে তৎপর রাজ্য মহিলা কমিশন। অন্যদিকে, এই ঘটনা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশন।

কলকাতা: IIM জোকায় ধর্ষণের অভিযোগে তোলপাড়। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে এহেন ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল রাজ্য মহিলা কমিশন। ঘটনা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশনের সদস্য।
জোকায় IIM কলকাতায় ধর্ষণের অভিযোগে তৎপর রাজ্য মহিলা কমিশন। অন্যদিকে, এই ঘটনা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশন। রাজ্য মহিলা কমিশনর চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, IIM কলকাতার ঘটনায় গতকালই তাঁরা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছেন। আজ কমিশনের সদস্যরা হরিদেবপুর থানায় যাবেন। নির্যাতিতার সঙ্গেও কথা বলতে চায় রাজ্য মহিলা কমিশন। লীনা গঙ্গোপাধ্যায় বলেন, "স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছি। যদি কোনও ক্ষেত্রে আটকে না যায় এবং ওই তরুণী ও তাঁর পরিবার যদি অস্বস্তি বোধ না করে আমার কথা বলার চেষ্টা করছি। হরিদেবপুর থানার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আমরা বলেছি ৩টে নাগাদ যেতে চাই। প্রিমিয়াম বা সাধারণ বলে বিভাজন করতে চাই না। কোথাও এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। শাস্তি না হলে মানুষ বোধহয় বুঝতে পারছে না, কী হচ্ছে। রাজ্য মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করলেও ঘটনা নিয়ে সন্দেহপ্রকাশ জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা ভট্টাচার্য জানিয়েছেন, জোকায় IIM কলকাতায় ধর্ষণের অভিযোগ ওঠায় তাঁরা উদ্বিগ্ন। কমিশনের দাবি, যে তথ্য মিলেছে, তাতে ধর্ষণ নয়, যৌন নিগ্রহের অভিযোগ করা হয়েছে। কী ঘটনা ঘটেছে জানতে জাতীয় মহিলা কমিশনও নির্যাতিতার সঙ্গে কথা বলতে চায় বলে জানিয়েছেন অর্চনা ভট্টাচার্য।
এদিকে জোকার IIM কলকাতা ক্যাম্পাসে তরুণী মনোবিদকে ধর্ষণের অভিযোগে এবার তদন্ত করবে SIT. একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এর পাশাপাশি, IIM কর্তৃপক্ষের কাছ থেকে ক্যাম্পাসের সমস্ত CC ক্যামেরার ফুটেজ চেয়েছে পুলিশ। সূত্রের খবর, রাস্তার CC ক্যামেরায় শুক্রবার তরুণী মনোবিদকে ক্যাম্পাসে ঢুকতে দেখা যায়। ওই দিন তরুণী ক্যাম্পাসের কোথায় কোথায় গেছিলেন, কে তাঁকে নিয়ে গেছিলেন, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা চলছে। লেক ভিউ হস্টেলের যে ঘরে ধর্ষণ হয়েছে বলে অভিযোগ, ইতিমধ্যেই সেই রুম সিল করে দিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তের পোশাক। ধৃতের মেডিকো লিগাল টেস্টও করানো হবে।






















