BJP News : ছবি বিকৃতি-বিতর্কে থানায় গেলেন তরুণজ্যোতিরা, 'আপলোড করার নেপথ্যে দেবাংশু' বিস্ফোরক অভিযোগ BJPর
বিজেপির নেতা-নেত্রীদের অভিযোগ, তৃণমূলের ডিজিটাল যোদ্ধার সোশাল সাইটে বিকৃত এই ছবি আপলোড করার নেপথ্যে হাত রয়েছে দেবাংশু ভট্টাচার্যের।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ছবি বিকৃতি-বিতর্কে এবার পুলিশে অভিযোগ জানালেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি, নেত্রী কেয়া ঘোষ ও রেখা পাত্র। তাঁদের অভিযোগ, ছবি বিকৃত করে নেটমাধ্যমে আপলোড করার নেপথ্যে রয়েছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের। বিজেপি তিন নেতা-নেত্রীর সোশাল মিডিয়ায় ভাইরাল করা বিকৃত ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে ! এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার আনন্দপুর থানায় তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যায় বিজেপি নেতৃত্ব। বিজেপির নেতা-নেত্রীদের অভিযোগ, তৃণমূলের ডিজিটাল যোদ্ধার সোশাল সাইটে বিকৃত এই ছবি আপলোড করার নেপথ্যে হাত রয়েছে দেবাংশু ভট্টাচার্যের। কেয়া ঘোষের অভিযোগ, তাঁদের যে বিকৃত ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটি যিনি শেয়ার করেছেন তাঁর পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।
দেবাংশু পাল্টা বলেন, 'কেউ কিছু পোস্ট করলে যদি তাঁরা যদি মনে করে এর পিছনে আমার ইন্ধন রয়েছে, তার জন্য যদি তাঁরা এফআইআর করে করুক, আমি লিগ্যালি ব্যাটেল করব, কিন্তু তার থেকে এটা প্রমাণ হয়ে যাবে, সারা ভারতে বিজেপি যে যে কর্মী, যা যা অপরাধ করেন না কেন, তার জন্য তাঁদের দলের মাথারা দায়ী। সরকারি ভাবে দেখলে নরেন্দ্র মোদি, দলগত ভাবে দেখলে জেপি নাড্ডা'।
বিজেপি নেতানেত্রীদের অভিযোগ, তৃণমূল ডিজিট্যাল যোদ্ধা সোশ্যাল সাইটে বিকৃত এই ছবি আপলোড করার নেপথ্যে হাত রয়েছে দেবাংশু ভট্টাচার্যের। বিজেপির দাবি, আনন্দপুর থানা তাদের অভিযোগ গ্রহণ করলেও, FIR দায়ের করা হয়নি। তরুণজ্যোতি বলেন, এটা কী করে হল, কন্টেন্ট ভেরিফাই না করে তা পাবলিশ করার অনুমতি দেওয়া হল কীকরে! 'ওঁরা বলছেন, এটাই তো হয়ে আসছে। হয়ে আসছে তো আইন নয়, আইন তো দেশের আইন'।
দেবাংশুর যুক্তি, তাঁরা আইনি লড়াই করতে পারতেন। কারও সম্মানহানি হলে আইনি লড়াই করার অধিকার সকলেরই আছে। কিন্তু কেউ যদি 'উত্তরপ্রদেশের মতো হুমকি দেয়', তাহলে তাঁদের কর্মীর পাশে দাঁড়াতেই হবে। বিজেপির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে এভাবেই সহকর্মীর পাশে দাঁড়ানোর ঘোষণা করেছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতা-নেত্রীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।























