Nadia News: সরকারি আটা খোলা বাজারে বিক্রি-চক্রের পর্দাফাঁস, এলাকায় তুমুল উত্তেজনা
Nadia: অভিযোগ, প্রশান্ত পাল নামে এই ব্যবসায়ীর বাড়িতে সরকারি রেশনের আটার প্যাকেট কেটে তা বস্তাবন্দি করা হচ্ছিল
সুজিত মন্ডল, নদিয়া: নদিয়ার (Naida) তাহেরপুরে সরকারি (Govt) আটা (Atta) খোলা বাজারে বিক্রি-চক্রের পর্দাফাঁস করলেন স্থানীয়রা। রেশন দুর্নীতির (Ration Scam) অভিযোগে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)।
এই আবহেই এবার, বেআইনি কারবারের হদিশ মিলল তাহেরপুরের বীরনগরে। অভিযোগ, প্রশান্ত পাল নামে এই ব্যবসায়ীর বাড়িতে সরকারি রেশনের আটার প্যাকেট কেটে তা বস্তাবন্দি করা হচ্ছিল। তখনই স্থানীয়দের নিয়ে এখানে আসেন এলাকার বিজেপি নেতারা। ঘটনাস্থলে আসেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশ এসে অভিযুক্তকে আটক করেছে।
কিছুদিন আগে রাস্তার পাশে রেশন ডিলারের জমিতে পড়ে, নষ্ট হয়ে যাওয়া ছোলার বস্তা নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ, গ্রাহকদের না দেওযা ছোলাই ফেলে দিয়েছেন রেশন ডিলার। যদিও সেই সময় অভিযোগ অস্বীকার করেছিলেন ডিলারের বাবা।
সরকারি ছাপ দেওয়া বস্তাগুলি পড়ে থাকতে দেখা যায় রেশন ডিলার মৃন্ময় মহন্তর ফাঁকা জমিতে। গ্রাহকদের অভিযোগ, রেশনে যখন ছোলা দেওয়া হয়েছিল তখন তাঁরা তা পাননি। রেশন দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন ভয়ে ডিলার বস্তাগুলি নষ্ট করার চেষ্টা করেছেন।
আরও পড়ুন, আজ ছোটি দীপাবলী, এই নিয়মে হনুমানজির পুজো করলে লক্ষ্মীলাভের সম্ভাবনা
রেশন ডিলারের প্রতিক্রিয়া মেলেনি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তাঁর বাবা। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে, দুয়ারে রেশন প্রকল্পের রেশন সামগ্রী ফিরিয়ে দিয়ে বিক্ষোভ দেখালেন ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রাহকরা।
গ্রামবাসীদের অভিযোগ, গত চার মাস ধরে রেশনে আতপ চাল দেওয়া হচ্ছে। প্রতিবাদে চাল নিতে অস্বীকার করেন তাঁরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন রেশন বণ্টনকারী আধিকারিক।