Border Tension: সীমান্তের ওপার থেকে BSF-কে লক্ষ্য করে বোমা, পাথর ; জখম ২ জওয়ান !
Border Tension: সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে ওপারের কট্টরপন্থীদের হামলা। পরে BSF-এর তাড়ায় পালাল বাংলাদেশি লুঠেরারা।

করুণাময় সিংহ, মালদা : ত্রিপুরার পর এবার মালদা। সীমান্তে ফের আক্রান্ত BSF ! সীমান্তের ওপার থেকে BSF-কে লক্ষ্য করে ছোড়া হল বোমা, পাথর ! লাগাতার যুদ্ধের জিগির তোলা বাংলাদেশিদের হামলা ! সীমান্তের ওপার থেকে ছোড়া বোমা-পাথরের আঘাতে আহত হয়েছেন দুই BSF জওয়ান । সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে ওপারের কট্টরপন্থীদের হামলা। পরে BSF-এর তাড়ায় পালাল বাংলাদেশি লুঠেরারা।
কী ঘটনা ?
মালদার সুখদেবপুর সীমান্তের ঘটনা। এই সীমান্তে এর আগেও উত্তেজনা ছড়িয়েছিল। সেখানে কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে অশান্তি ছড়িয়েছিল কয়েকদিন আগে। জানা যাচ্ছে, সেখানে ভারতীয় ভূখণ্ডে গম চাষ করেছিলেন ভারতীয় চাষিরা। হঠাৎ করে তাঁরা লক্ষ্য করেন, বাংলাদেশ থেকে একদল দুষ্কৃতী ঢুকে পড়ে সেই গম কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেইসময় বাংলাদেশি লুঠেরাদের বাধা দেন সীমান্তবর্তী এই চাষিরা। তাঁরা প্রতিবাদ করেন। তারপরেই সেটা সংঘর্ষের আকার নেয়। বাংলাদেশের দিক থেকে আসা দুষ্কৃতীরা অস্ত্র-শস্ত্র, বোমা নিয়ে এসেছিল। তারা ইট-পাটকেল-বোমা ছুড়তে শুরু করে ভারতীয় কৃষকদের দিকে। জোর করে তারা গম লুঠ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর বিএসএফও যায়। তারা গিয়ে ভারতীয় কৃষকদের সাহায্য করে। এরপর ভারতীয় কৃষক ও বিএসএফের তাড়ায় বাংলাদেশি লুঠেরারা পালিয়ে যায়। রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় দুই বিএসএফ জওয়ান আহত হয়েছেন।
বৈষ্ণবনগরের সুখদেবপুরে সীমান্তের ওপারে দেড়শো গজ় এলাকা বরাবর প্রায় হাজার বিঘা চাষের জমি রয়েছে। মোবাইল ফোন ও পরিচয়পত্র জমা রেখে সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত সেখানে কৃষিকাজের জন্য চাষীদের যেতে দেয় BSF। বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার টানাপড়েনের পর নিরাপত্তার কারণে কয়েকদিন কৃষকদের সেখানে যেতে দেওয়া হয়নি। কিন্তু, গত শুক্রবার থেকে ফের অনুমতি দেওয়া হয়। এরপর ভারতীয় কৃষকরা জমিতে গিয়ে দেখেন ফসল নষ্ট করে দেওয়া হয়েছে।
বৈষ্ণবনগর সীমান্তে BGB যখন BSF-এর ফেন্সিংয়ে বাধা দিয়েছিল, তখন সীমান্তরক্ষী বাহিনীর পাশে দাঁড়িয়েছিলেন সুখদেবপুরের গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, সেই আক্রোশ থেকেও সীমান্তের ওপারে ফসল নষ্ট করা হচ্ছে তাঁদের। বৈষ্ণবনগর সীমান্তে সুখদেবপুরের বাসিন্দা স্বপন মণ্ডল বলেন, "আগে তো অল্প হত হাসিনা সরকার থাকতে। বর্তমান সরকার যেটা এসেছে, ইউনূস সরকার, প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে অত্যাচার। আর এই যে গন্ডগোল হল, এটার ওরা রাগ তুলছে। আমাদের যেহেতু ফসল আছে, ওরা রাগটা ওখানে তুলছে এখন।"
সামান্য চাষ করে দিন গুজরান। সেই মুখের ফসলও কেড়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। আতান্তরে সুখদেবপুরের বাসিন্দারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
