এক্সপ্লোর
Train Cancel : আজ থেকেই আগামী ৭ দিন বাংলার গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিল ! যাত্রীদের মাথায় হাত
এপ্রিলে অনেক ট্রেন বাতিল হয়েছে। ছুটির পরিকল্পনা আগে দেখে নিন। বাতিল ট্রেনের সম্পূর্ণ তালিকা দেখুন।

এপ্রিলে বাতিল ট্রেনের তালিকা
Source : X
অতিরিক্ত গরম থেকে বাঁচতে এই সময়টায় পর্যটনের ঝোঁক বাড়ে। এ সময় অনেকেই ডেস্টিনেশন পাহাড়। তবে শীত, গ্রীষ্ম, বর্ষা, সব ঋতুতেই বাঙালির পায়ের তলায় সর্ষে। তবে দুঃখের খবর, বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। এর মধ্যে রয়েছে হাওড়া, সাঁতরাগাছি, শালিমার থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দিল রেল। কবে, কোন ট্রেন , সব জেনে নিন । নিচে রিল তালিকা।
- ২৩ এপ্রিল সাঁতরাগাছি থেকে চলাচলকারী ২০৮২৮ সাঁতরাগাছি-জবলপুর এক্সপ্রেস বাতিল।
- ২৪ এপ্রিল জবলপুর থেকে চলাচলকারী ২০৮২৭ জবলপুর-সাঁতরাগাছি এক্সপ্রেস বাতিল।
- ২০ এপ্রিল পাটনা থেকে চলাচলকারী ২২৮৪৪ পাটনা-বিলাসপুর এক্সপ্রেস বাতিল।
- ১৮ এপ্রিল হাওড়া থেকে চলাচলকারী ১২৮৭০ হাওড়া-মুম্বই এক্সপ্রেস বাতিল।
- ১৯ এপ্রিল সাঁতরাগাছি থেকে চলাচলকারী ২০৮২২ সাঁতরাগাছি-পুণে এক্সপ্রেস বাতিল।
- ২১ এপ্রিল পুণে থেকে চলাচলকারী ২০৮২১ পুণে-সাঁতরাগাছি-পুণে এক্সপ্রেস বাতিল।
- ২০ এপ্রিল মুম্বই থেকে ১২৮৬৯ মুম্বই-হাওড়া এক্সপ্রেস বাতিল।
- ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল শালিমার থেকে চলাচলকারী ১২১৫২ শালিমার-এলটিটি এক্সপ্রেস বাতিল।
- ১৯ এপ্রিল সাইনগর শিরডি থেকে চলাচলকারী ২২৮৯৩ সাইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস বাতিল।
- ২৪ এপ্রিল পুণে থেকে ১২১২৯ পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস বাতিল
- ২৪ এপ্রিল হাওড়া থেকে চলাচলকারী ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস বাতিল।
- ২৪ এপ্রিল মুম্বই থেকে চলাচলকারী ১২৮৫৯ মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস বাতিল
- ২৪ এপ্রিল হাওড়া থেকে চলাচলকারী ১২৮৬০ হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস বাতিল
- ১৯ এপ্রিল হাওড়া থেকে চলাচলকারী ১২২২২ হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস বাতিল
- ১৯ এপ্রিল এবং ২১ এপ্রিল পুণে থেকে চলাচলকারী ১২২২১ পুণে-হাওড়া দুরন্তএক্সপ্রেস বাতিল
- ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল শালিমার থেকে চলাচলকারী ১২৯০৬ শালিমার-পোরবন্দর এক্সপ্রেস বাতিল
- ১৮ এপ্রিল, ১৯ এপ্রিল, ২১ এপ্রিল এবং ২২ এপ্রিল এলটিটি থেকে চলাচলকারী ১২১০১ এলটিটি-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বাতিল
- ২০ এপ্রিল, ২১ এপ্রিল, ২৩ এপ্রিল এবং ২৪ এপ্রিল শালিমার থেকে ১২১০২ শালিমার-এলটিটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বাতিল।
আরও বাতিল...
রেলওয়ে সূত্রে খবর, ছত্তীসগড়ের বিলাসপুর-ঝারসুগুড়া লাইনে চতুর্থ লাইন যোগ করা হচ্ছে। যার ফলে অনেক ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়ছে .......
- ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত রায়গড় থেকে ৬৮৭৩৭ রায়গড়-বিলাসপুর মেমু বাতিল।
- ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বিলাসপুর থেকে ৬৮৭৩৮ বিলাসপুর-রায়গড় মেমু বাতিল।
- ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বিলাসপুর থেকে ৬৮৭৩৬ বিলাসপুর-রায়গড় মেমু বাতিল।
- ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত রায়গড় থেকে ৬৮৭৩৫ রায়গড়-বিলাসপুর মেমু বাতিল।
- ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টাটানগর থেকে১৮১১৩ টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস বাতিল।
- ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বিলাসপুর থেকে ১৮১১৪ বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস বাতিল।
- ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টাটানগর থেকে সুভাষ চন্দ্র বসু (ইটাবাড়ি) ১৮১০৯ এক্সপ্রেস বাতিল।
- ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সুভাষ চন্দ্র বসু (ইটাবড়ি) থেকে ১৮১১০ সুভাষ চন্দ্র বসু (ইটাবাড়ি)-টাটানগর এক্সপ্রেস বাতিল
- ১৮ এপ্রিল, ২২ এপ্রিল এবং ২৫ এপ্রিল দ্বারভাঙ্গা থেকে ১৭০০৮ দ্বারভাঙ্গা-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বাতিল।
- ১৯ এপ্রিল এবং ২২ এপ্রিল সেকেন্দ্রাবাদ থেকে চলাচলকারী ১৭০০৭ সেকেন্দ্রাবাদ- দ্বারভাঙ্গা এক্সপ্রেস বাতিল।
- ২১ এপ্রিল ভুবনেশ্বর থেকে ১২৮৮০ ভুবনেশ্বর-কুর্লা এক্সপ্রেস বাতিল।
- ১৯ এপ্রিল এবং ২৩ এপ্রিল কুর্লা থেকে ১২৮৭৯ কুর্লা-ভুবনেশ্বর এক্সপ্রেস বাতিল।
- ১৮ এপ্রিল বিলাসপুর থেকে চলাচলকারী ২২৮৪৩ বিলাসপুর-পাটনা এক্সপ্রেস বাতিল।
- ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল হাতিয়া থেকে চলাচলকারী ১২৮১২ হাতিয়া-এলটিটি এক্সপ্রেস বাতিল।
- ২০ এপ্রিল এবং ২১ এপ্রিল এলটিটি থেকে চলাচলকারী ১২৮১১ এলটিটি-হাতিয়া এক্সপ্রেস বাতিল।
এটিও পড়ুন: নকল মিষ্টি বা পনিরের সন্দেহ হলে কোথায় অভিযোগ করবেন, জেনে নিন হেল্পলাইন নম্বর
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















