JU Student Union Election:দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চান যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য
Interim VC Buddhadeb Sau: দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চান যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। 'ছাত্র সংসদ নির্বাচনের জন্য রাজ্য সরকারকে বলব', বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির বৈঠকের পর জানালেন উপাচার্য।
![JU Student Union Election:দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চান যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য Interim VC Of Jadavpur University Wants Immediate Student Union Election JU Student Union Election:দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চান যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/21/9c441761c16a084b0d9a6008ec58041e1692627859013482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চান যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। 'ছাত্র সংসদ নির্বাচনের জন্য রাজ্য সরকারকে বলব', বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির বৈঠকের পর জানালেন উপাচার্য।
প্রেক্ষাপট...
গত তিন বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচন হয়নি। এই নিয়ে ফেব্রুয়ারি মাসেই বিক্ষোভের সাক্ষী থেকেছেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন একত্র হয়ে সে বার বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে। পাশাপাশি প্রশ্ন, সকলে যখন ভোট চাইছেন, তাহলে কেন নির্বাচন হচ্ছে না? পড়ুয়াদের বক্তব্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় জানিয়েছে, তারা নির্বাচনের পক্ষে। প্রকাশ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও দাবি করেছেন, তিনি নির্বাচন চান। আর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তো দীর্ঘদিন ধরে ভোটের দাবি রাখছেনই। তাহলে ঠিক কোন কারণে নির্বাচন হচ্ছে না, সেটাই জানতে চান তাঁরা।ফেব্রুয়ারি মাসে পড়ুয়ারা জানিয়েছিলেন, বিক্ষোভ মিছিল করে গিয়ে ইসি-র কাছে ঠিক কোন কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে না, সেটাই জানতে চাওয়া হবে। পাশাপাশি তাঁদের দাবি ছিল, নির্দিষ্ট কোনও উত্তর না পেলে তীব্রতা বাড়বে তাঁদের আন্দোলনের। এমন প্রেক্ষাপটে যাদবপুরে পড়ুয়ামৃত্যুর ঘটনা, অস্থায়ী উপাচার্যের নিয়োগ সব মিলিয়ে শিরোনামে বিশ্ববিদ্যালয়।
তদন্ত নিয়ে...
এর মধ্যেই তদন্ত এগোচ্ছে পড়ুয়ামৃত্যুর ঘটনায়। যাদবপুর হস্টেলের ১০৪ নম্বর ঘরে সেদিন ঠিক কী হয়েছিল ? র্যাগিংকাণ্ডের তদন্তে বেআব্রু যাদবপুরের হস্টেলের হতশ্রী রূপ। অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশেই পড়ুয়াদের বাস। কোথায় যাচ্ছে সংস্কারের টাকা? কী করছে কর্তৃপক্ষ ? যে ঘরে র্যাগিং, যে রেলিং পেরিয়ে ঝাঁপ, এবিপি আনন্দের ক্যামেরাবন্দি যাদবপুরের সেই অভিশপ্ত হস্টেল। দেওয়ালে দেওয়ালে সিনিয়রদের দাদাগিরির ছাপ। এই ঘটনায় NIA তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়িও এই ঘটনায় জনস্বার্থ মামলা করেছেন। NIA তদন্ত ও UGC-র গাইডলাইন মানতে নির্দেশ দিক আদালত, দাবি মামলাকারীর। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। যাদবপুরকাণ্ডে এই নিয়ে হাইকোর্টে মোট ৪টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অন্য দিকে ভাটপাড়ায় সভা থেকে কার্যত হুঙ্কার শোনা যায় দিলীপ ঘোষের গলায়। ছাত্র মৃত্যুর ঘটনায় JNU-র প্রসঙ্গ টেনে দিলীপ বললেন, ' বাইরে বেরোও দেখি, কত আজাদির কথা বলছ, বুঝে নেব। এই সব সমাজবিরোধীদের মাথা থেঁতো করে দেওয়া উচিত। ' BJP র সর্বভারতীয় সহ সভাপতি আরও বলেন, ' বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরে জয় শ্রীরাম স্লোগান হবে।'
আরও পড়ুন:কোন কোন রোগে আক্রান্তরা ট্রেন যাত্রায় পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড়?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)