Indian Railway : কোন কোন রোগে আক্রান্তরা ট্রেন যাত্রায় পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড়?
Indian Railway Discounts : রেলের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু রোগের আক্রান্তদের জন্য রেল ভাড়ায় ছাড়ের নিয়ম রয়েছে। খুবই জরুরি তথ্য, যা প্রত্যেকের জেনে রাখা দরকার।
চিকিৎসা করাতে যেতে ট্রেনের উপর ভরসা করেন অনেকেই। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় যেতে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের ভরসা ভারতীয় রেলে (Indian Railways ) । যে কেউ ক্ষমতা অনুসারে ফার্স্ট এসি থেকে জেনারেল কোচ, যেখানে হোক টিকিট কাটতে পারেন। শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য নয়, রেল বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড় দেয়। যেমন যাঁদের বিশেষ কিছু অসুখ আছে, তাঁরাও ট্রেনের টিকিটে কিছুটা সস্তা পান।
রেলের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু রোগের আক্রান্তদের জন্য রেল ভাড়ায় ছাড়ের নিয়ম রয়েছে। খুবই জরুরি তথ্য, যা প্রত্যেকের জেনে রাখা দরকার। যে পরিবারগুলিতে এই রোগে আক্রান্তরা রয়েছেন, তাঁরা কিন্তু অনায়াসে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। রোগী ছাড়াও তাঁর সঙ্গে যাত্রা করা একজন সহায়কও (one of their attendants) এই সুবিধে পাবেন । আসুন জেনে নেওয়া যাক কোন রোগগুলির ক্ষেত্রে রোগীরা রেলে বিশেষ ছাড় পেতে পারেন।
- ক্যান্সার রোগী (Cancer patients) ও তাঁর সঙ্গে যাত্রা করা একজন সহায়ক ভাড়ায় সুবিধে পান।
- এই পরিস্থিতিতে রোগী ও তাঁর সহায়ক first AC car, first class, second class তে ৭৫% ছাড় পান।
- এছাড়াও, স্লিপার এবং এসি-৩ টায়ারে ১০০ শতাংশ ছাড় পাওয়া যায়।
- First AC ও AC-2 Tier টায়ারে ৫০% ছাড় পাওয়া যায়।
- Bus attendants-রা স্লিপার এবং AC-3 আসনের উপর 75 শতাংশ ছাড় পান।
এছাড়াও থ্যালাসেমিয়া রোগী ও তাঁর সঙ্গে যাতায়াত করা পরিচারক বা সহায়কো ছাড় পান। এ ছাড়া হার্ট সার্জারিতে করতে যাওয়া রোগী ও তাঁর পরিচারক, অপারেশন বা ডায়ালাইসিসের জন্য যাওয়া রোগী ও তাঁর পরিচারক, কিডনি রোগীরা ছাড় পান এই নিয়মের আওতায়। এই রোগীরা second, sleeper, first class, AC-3 tier, AC chair car এ ৭৫ শতাংশ ছাড় পেয়ে থাকেন। ফার্স্ট ও AC-2 tier- এ ৫০ শতাংশ ছাড় পাবেন। সঙ্গে থাকা পরিচারকও এসব সুবিধা পান নিয়ম অনুসারে।
এইডস রোগীদের চিকিৎসা বা চেকআপের জন্য দ্বিতীয় শ্রেণির যাত্রায় ৫০% ছাড় দেওয়া হয়।
অ্যানিমিয়া রোগীরা স্লিপার, এসি চেয়ার কার, AC-3 টায়ার এবং AC-2 টায়ারে 50% ছাড় পান।
হিমোফিলিয়া (Haemophilia patients )রোগীরা চিকিত্সা বা চেকআপের জন্য গেলে বিশেষ ছাড় পান। তাদের সঙ্গে থাকা পরিচারিকদেরো ভাড়া থেকে ছাড় দেওয়া হয় । ৭৫ শতাংশ ছাড় পাওয়া যায় second, sleeper, first class, AC-3 tier, AC chair car -এর যাত্রায়।
একই সঙ্গে, সংক্রমণ ছাড়া কুষ্ঠ রোগীরাও ভাড়ায় ছাড় পান। এই ধরনের রোগীদের দ্বিতীয়, স্লিপার এবং প্রথম শ্রেণিতে 75 শতাংশ ছাড় দেওয়া হয়।